আকালের মাঝেই হাড়োয়ার হাসপাতালে চিকিৎসক, নার্সদের মাস্ক বিতরণ
যখন বেশ কিছু হাসপাতালে স্যানিটাইজার ও মাস্ক না পেয়ে চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা ক্ষোভ উগরে দিচ্ছেন। তখন অনন্য দৃষ্টান্ত দেখালেন সমাজসেবী ও জনপ্রতিনিধি নুরুল ইসলাম। বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা হাড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নুরুল ইসলাম এগিয়ে এলেন।

ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ কর্মীদের করোনা থেকে সুরক্ষা দিতে পর্যাপ্ত পরিমাণে মাস্ক, হ্যান্ডওয়াশ, স্যানিটাইজার সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তুলে দিলেন। হাড়োয়া গ্রামীণ হাসপাতলে চারটে আপৎকালীন অ্যাম্বুলেন্সেরো ব্যবস্থা করা হয়।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে, হাড়োয়া হাসপাতালের ডাক্তার, নার্স ও হাসপাতাল কর্মী যারা মানুষের সেবায় ২৪ ঘন্টা নিয়োজিত। তাঁদের জন্য পর্যাপ্ত মাস্ক বিলি করলেন খাসবালান্দা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। পাশাপাশি ডাক্তার, নার্স ও কর্মীদের লকডাউন পরিস্থিতিতে যাতায়াত করার জন্য দুটি গাড়ির ব্যবস্থাও করা হয়েছে।