বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে গ্রেফতার যুবক
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল অশোকনগর থানার পুলিশ।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েতের নুরপুর এলাকায় গত ছয় মাস ধরে নুরপুর গ্রামের বাসিন্দা হাসান মন্ডল (৩৫) পেশায় রাজমিস্ত্রির কাজ করে।

একই গ্রামে জলিল মন্ডলের মেয়ে সেলিমা খাতুনের সাথে তার সম্পর্ক তৈরি হয় এবং তাকে বলে বিয়ে করবে সেই মতে সেলিমা খাতুন তার সাথে সম্পর্ক তৈরি হয়। গতকাল রাতে সেলিমা খাতুন এর বাড়ির সামনে হাসান মন্ডল আসে তখন সেলিমা খাতুন বলে আমাকে বিয়ে করতে হবে। সে সময় হাসান মন্ডল নামে ওই যুবক সেলিমা খাতুনকে বেধড়ক মারধর করে এবং জোরজবরদস্তি তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ করে যুবতী।

এদিন সকালে অশোকনগর থানায় এসে সেলিমা খাতুন ধর্ষণের অভিযোগ দায়ের করে, অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানা হাসান মন্ডল কে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে বারাসত আদালতে পাঠানো হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। অন্যদিকে মেয়েটির মেডিকেল পরীক্ষা হয়েছে গোপন জবানবন্দিও আদালতে পেশ করা হয়েছে।