প্রাপ্য ২ হাজার টাকা না পেয়ে মালিকের শিশুপুত্রকে খুনের অভিযোগ হাওড়ায়
মাস মাইনের পুরো টাকা না পেয়ে চার বছরের এক শিশুকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে এক শ্রমিকের বিরুদ্ধে। যাকে খুন করা হয়েছে সেই মহম্মদ ইমরান হল ওই শ্রমিকের মালিকের ছেলে। মাত্র দুই হাজার টাকার জন্য মালিকের চার বছর বয়সী ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে মহম্মদ সেলিম নামের এই শ্রমিকের বিরুদ্ধে। সোমবার বিকালের পর খুন করা হয়েছে ইমরানকে। এই ঘটনা হাওড়া জেলার ডোমজুড় এলাকায়। মঙ্গলবার পুলিশ ওই অভিযুক্তকে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করে।

মাত্র দুহাজার টাকার জন্য এই খুনের ঘটনায় চমকে উঠেছে এলাকার সকলেই। পুলিশ জানায় যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই খুনের ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
জানা গিয়েছে যে, ডোমজুড়ের বাঁকড়ার একটি বহুতল আবাসনের মধ্যে চুড়ি তৈরি করার কারখানা আছে মহম্মদ ইরফানের। সেলিম সেখানে কাজ করত। তাকে মাসে ছয় হাজার টাকা মাইনে দেওয়া হতো। জানুয়ারি মাসে, কিছু আর্থিক সমস্যার জন্য ইরফান তাকে চার হাজার টাকা দিয়ে বলেন যে পরে বাকি দুহাজার টাকা দিয়ে দেবেন। এর পরে বেশ কয়েকবার ওই দুই হাজার টাকা তার মালিকের কাছে চেয়েছিল সেলিম। প্রতিবার বলা হয়েছে যে, পরে ওই দু হাজার টাকা দিয়ে দেওয়া হবে। এই টাকা নিয়ে সোমবার দুপুরে ইরফানের সঙ্গে বচসা হয়েছে সেলিমের।

সোমবারই সন্ধ্যায় পাওয়া যায় ইমরানের মৃতদেহ। চার বছরের ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই খুনের ঘটনার পর থেকে সেলিমের দেখা না পেয়ে সন্দেহ হয় যে সেলিম ওই খুন করে পালিয়ে যায়। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে সেলিমের মোবাইল ফোন ট্র্যাক করে। মোবাইল ফোনের লোকেশন দেখায় বর্ধমান। তার পর মঙ্গলবার সকালে বর্ধমান পুলিশের সহযোগিতায় ধরা হয়েছে সেলিমকে।