For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেট্রো স্টেশনের পর এবার ৬ শহরের নতুন নামকরণ মমতার

Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ এপ্রিল : সূর্য সেন, উত্তমকুমার, নেতাজি মনীষীদের নামে আগেই মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পালা শহরের। সরকারি সূত্রের খবর বৃহস্পতিবার ৬ শহরের নাম বদলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে রয়েছে শিলিগুড়ি, বোলপুরের মতো জায়গার নামও।

সূত্রের খবর অনুযায়ী, আসানসোল-দূর্গাপুরের নাম হতে চলেছে 'অগ্নিবীনা'। কাজি নজরুল ইসলামের কবিতা সমগ্রের নাম অনুসারে এই নাম রাখা হয়েছে। মালদহের গাজালডোবার নাম বদলে করা হচ্ছে 'মুক্ততীর্থ'।

মেট্রো স্টেশনের পর এবার ৬ শহরের নতুন নামকরণ মমতার

নাম বদলানো হচ্ছে গড়িয়ারও। গড়িয়ার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে 'উত্তম সিটি'। বোঝাই যাচ্ছে মহানায়ক উত্তমকুমারের নামে এবার গড়িয়ার নামকরন করতে চাইছেন মমতা।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, নয়া নামকরণ করা হয়েছে নদিয়ার কল্যাণীরও। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জমানায় এই শহরের উন্নয়ন হয়েছে তাই নাম রাখা হয়েছে 'সম্বৃদ্ধি'। শিলিগুড়ির নাম রাখা হয়েছে 'তিস্তা' এবং বোলপুর হচ্ছে 'গীতবিতান'।

খুব শীঘ্রই রাজ্যের আরও কিছু নাম পাল্টাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা এখনও চূড়ান্ত করা হয়নি বলেও জানিয়েছেন সরকারি আধিকারিকরা।

এতদিন বাঙালি গীতবিতান, অগ্নিবীনা পড়েছেন, এবার সেখানে যাবেনও। তারপর ধরুন প্রথমে উত্তম কুমারের সিনেমা দেখতেন, তারপর মহানায়ক উত্তমকুমার মেট্রোস্টেশনে যেতেন এবার উত্তম সিটিতে যাবেন।

ভাগ্যিস কলকাতা 'কলকাতা'-ই আছে। অবশ্য এখনই স্বস্তি পেয়ে লাভ নেই। তালিকায় আরও কিছু শহরের নাম আছে। হয়তো কলকাতা বদলে হতে পারে 'তৃণমূল সিটি' বা 'মমতাভূমি', জানা নেই আর কত পরিবর্তন অপেক্ষা করছে রাজ্যবাসীর জন্য়।

English summary
Mamata renames six cities, Siliguri As Teesta, Bolpur As Gitabitan and so on..
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X