For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বাধা টপকাতে নয়া কৌশল নেত্রী মমতার, বৈঠক করবেন ৪০ হাজার কর্মীর সঙ্গে

ঘুরে দাঁড়াতে ময়দানে নামছেন খোদ মমতা। বিজেপিরে আর এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন তিনি। তাই রাত পোহালেই শুরু হচ্ছে মমতার জেলা সফর।

Google Oneindia Bengali News

ঘুরে দাঁড়াতে ময়দানে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আর এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নন তিনি। তাই রাত পোহালেই শুরু হচ্ছে মমতার জেলা সফর। আর এই সফরের দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার কৃষ্ণনগরে এক ঐতিহাসিক কর্মিসমাবেশ করতে চলেছেন। ওইদিন ৪০ হাজার কর্মীর সঙ্গে বৈঠক করবেন মমতা।

সাংগঠনিক বৈঠক শুরু মমতার

সাংগঠনিক বৈঠক শুরু মমতার

পুরসভা ভোটের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বুথ স্তরের সাংগঠনিক বৈঠক শুরু করছেন। ৪ ফেব্রুয়ারি তাঁর জেলা সফর শুরু হচ্ছে। তিনি নদিয়ার কৃষ্ণনগরে প্রথম কর্মিসভা করবেন ৫ ফেব্রুয়ারি। কর্মী বৈঠক নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে তৎপরতা। প্রশাসনিক মহলেও জোর প্রস্তুতি চলছে।

চার হাজার বুথ থেকে ১০ জন করে কর্মী

চার হাজার বুথ থেকে ১০ জন করে কর্মী

নদিয়ার কৃষ্ণনগর ও রানাঘাটে সাংগঠনিক জেলায় মোট চার হাজারের মতো বুথ আছে। প্রত্যেক বুথ থেকে ১০ জনকে উপস্থিত থাতে বলা হয়েছে। প্রতি বুথে ১০টি করে কার্ড দেওয়া হয়। সেই কার্ড দেখালে তবেই কর্মিসভায় ঢুকতে দেওয়া হবে। ৪০ হাজারেরও বেশি চেয়ার রাখা হয়েছে কর্মস্থলে।

৪০ হাজার কর্মীর সভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো

৪০ হাজার কর্মীর সভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো

জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মীদের আনার জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে। শ-দুয়েক বাস ভাড়া করা হয়েছে। এই অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব এলাকায়। পুরসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোটের লক্ষ্যে তিনি কর্মীদের সভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। জেলার সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের সবাইকে ওই বৈঠকে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

কৃষ্ণনগরে কর্মিসভার আগে দুটি জনসভা

কৃষ্ণনগরে কর্মিসভার আগে দুটি জনসভা

কৃষ্ণনগরে কর্মিসভার আগে দুটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা দুটি হবে উত্তর ২৪ পরগনার বনগাঁ ও নদিয়ার রানাঘাটে। নয়া নাগরিকত্ব আইনকে সামনে রেখে এই দুই এলাকা জনসভা করবেন তিনি। ৪ ফেব্রুয়ারি বনগাঁর জনসভার পর রানাঘাটের জনসভায় বক্তব্য রাখবে মমতা।

English summary
TMC chief Mamata Banerjee will do historic meeting with 40 thousands workers. Mamata Banerjee targets to win municipal election after losing Lok Sabha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X