'ওরা করে কুৎসার ভাণ্ডার', বাম-বিজেপিকে এক যোগে নিশানা মমতার
তৃণমূল-কংগ্রেস সরকারের ১১ বছর পূর্তির অনুষ্ঠানে বাম-বিজেপিকে এক যোগে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তীব্র নিশানা করে বলেছেন, আমরা লক্ষ্মীর ভান্ডার করি আর ওরা কুৎসার ভান্ডার করে। তৃণমূল কংগ্রেস সরকার যা যা প্রতিশ্রুতি দিয়েছিল ১ বছরের মধ্যে সেটা পূরণ করে দেখিয়েছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ২০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তুলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


২০ লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার
একুশের ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক ছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। ভোটে জেতার পরেই পুজোর আগেই সেই প্রকল্প চালু করেন তিনি। তাতে রাজ্যের মহিলাদের হাতে ৫০০টাকা করে মাসে হাত খরচ দেয় সরকার। এক কথায় রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে এই লক্ষ্মীর ভান্ডার। এদিন তৃণমূল কংগ্রেস সরকারের ১১ তম বর্ষপূর্তিতে রাজ্যের ২০ লক্ষ মহিলার হাতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তুলে দেন তিনি।

বিজেপিকে নিশানা
তৃণমূল কংগ্রেস সরকারের ১১ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সরাসরি বিজেপিকে নিশানা করে বলেছেন, '১ বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস সরকার সব প্রতিশ্রুতি পূরণ করেছে। অন্যরা যারা বলে তারা করে না। শুধু কুৎসা করে। গতমাসেই বিশ্ব বাংলা শিল্প সম্মেলন থেকে ৫ লক্ষ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে। আজ আরও ২০ লক্ষ মা-বোনেদের সেই টাকা দেওয়া হল'। তিনি বলেছেন, 'লক্ষ্মীর ভাণ্ডার মা বোনদের অধিকার। আজ যারা সরকারের সমালোচনা শুরু করেন, শুধু মেয়েদের অপমান করেন। অশালীন কথা বলেন। ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে ব্যাবস্থা নেওয়ার কথা বলেছি আমি। পুলিশকে নির্দেশ দেওয়া আছে। এটা মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ নয়, এটা বাংলা। অন্যায় করলে এখানে শাস্তি হয়।'

বামেদের নিশানা
এদিনে বিজেপির পাশাপাশি বামেদেরও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আগে যাঁরা বাম ছিলেন এখন তাঁরা বিজেপি হয়েছেন। এখন আগে হচ্ছে মানুষ, মানবিকতা। ৩৪ বছর বামফ্রন্ট ছিল কেবল নর কঙ্কালের মালা পরিয়েছ। থানায় ডাইরি করতে যেতেই পারত না কেউ। এখন কিছু কিছু বাম বিজেপি হয়ে গিয়েছে।'
প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নিয়ে বাম-বিজেপি এক যোগী মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। হাঁসখালি, শান্তিনিকেতন থেকে শুরু করে ময়নাগুড়ি সব ইস্যুতেই সরব হয়েছেন তাঁরা। রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছে বিজেপি।

বিজেপিকে কড়া বার্তা
এদিন নাম না করেই বিজেপিকে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, 'বাংলাকে দুর্বল ভাবার কারণ নেই। বাংলা সবাইকে নিয়ে চলতে জানে। আমাদের নতুন করে শিক্ষা দেওয়ার দরকার নেই। ১১ বছরের সরকার। এই ১১ বছরে আমি যা করে দিয়েছি, চ্যালেঞ্জ করছি আমাকে ফেস করুন। আমি ফেস করতে প্রস্তুত। আমাকে চমকে লাভ নেই। ভয় দেখিয়ে লাভ নেই।' ফেক ভিডিও নিয়েও হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তিনি বলেছেন, কেউ যদি ফেক ভিডিও দেয়, তারও শাস্তি হতে পারে। এটাও আইনে আছে।
'১১ বছরে বাংলায় যা কাজ হয়েছে, ক্ষমতা থাকলে সামনে এসে দাঁড়াক' নাম না করে মোদী-শাহকে চ্যালেঞ্জ মমতার