For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে ২০২৪-এর আগে, 'অগ্নিপথ' নিয়ে বিস্ফোরক মমতা

'অগ্নিপথ' নিয়ে বিস্ফোরক মমতা

Google Oneindia Bengali News

বিজেপি ফের মানুষকে বোকা বানাচ্ছে। 'অগ্নিপথে'র মতো স্কিম এনে মানুষকে বাকা বানিয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচন জিততে চাইছে বিজেপি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। 'অগ্নিপথ' প্রকল্প আনার জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে নিন্দা করলেন কড়া ভাষায়।

বিজেপি মানুষকে বোকা বানাচ্ছে ২০২৪-এর আগে, অগ্নিপথ নিয়ে বিস্ফোরক মমতা

সম্প্রতি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকার অগ্নিপথ স্কিমে ভারতীয় যুবকদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করে। এই স্কিমে ভারতীয় যুবকরা চার বছরের জন্য সশস্ত্র বাহিনীর নিয়মিত ক্যাডারে কাজ করতে পারবেন। এই প্রকল্প ঘোষণার পরই গোটা দেশে আগুন জ্বলছে। যুবকদের জীবন নিয়ে বিজেপি ছিনিমিনি খেলছে বলে অভিযোগ বিরোধীদের। এই পরিস্থিতিতে বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে 'অগ্নিপথে'র মতো স্কিম নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। বিজেপি অগ্নিবীরের নামে ক্যাডার তৈরিতে নেমেছে। ২০২৪ নির্বাচনের আগে মানুষকে বোকা বানিয়ে নির্বাচনী ফায়দা তুলতে চায় বিজেপি। বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর ওয়াকআউট করে বিজেপি।

কেন্দ্র সম্প্রতি অগ্নিপথ প্রকল্প এনেছে দেশজুড়ে। বিক্ষোভের আগুন জ্বলছে গোটা দেশে। বাংলাতেও বিভিন্ন এলাকা অগ্নিগর্ভ হয়ে উঠেছে। রেল-রাস্তা অবরোধ করে বহু সম্পত্তি ধ্বংস করা হয়েছে কেন্দ্রীয় এই নীতির তীব্র প্রতিবাদ জানিয়েছে। দেশসেবার জন্য যাঁরা ভারতীয় সেনাবাহিনীতে কাজ করতে বেশি আগ্রহী, তাঁরাই বেশি সুর চড়িয়েছেন। কারণ এই স্কিমে সেনাবাহিনীতে নিয়োগ মানে অপমান বলে মনে করছেন দেশের যুব সমাজ।

এবার এই বিক্ষোভের আঁচ এসে পড়ল রাজ্য বিধানসভায়। রাজ্য বিধানসভার অধিবেশন উত্তাল হল কেন্দ্রের অগ্নিপথ নিয়ে। অগ্নিপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জ্বালাময়ী ভাষণে প্রকল্পের তীব্র নিন্দা করেন। ধিক্কার জানান কেন্দ্রের মোদী সরকারকে। অধিবেশনের শুরুতেই মমতার বক্তব্য নিয়ে বিধানসভায় হই হট্টগোল শুরু হয়ে যায়। মমতা বলেন, অগ্নিবীরদের বিজেপি ক্যাডার বানাতে চাইছে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে। তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেন, বাংলার মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অগ্নিপথের নিন্দায় সরব হয়ে বলেন, এই প্রকল্প আর্মি ডিপার্টমেন্ট থেকে ঘোষণা হয়নি। এই ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। অগ্নিবীর তৈরির নামে আসলে বিজেপির ক্যাডার তৈরি করা হবে। চার বছর পর চাকরি চলে গেলে তোমাদের বাড়ির লোকেরও চাকরি চলে যাবে। এরপর মমতা বলেন, কীসের অগ্নিপথ? আমি কারও চাকরি খেতে দেব না।

বিদ্রোহী দমনে কড়া পদক্ষেপ বিজেপির! প্রাক্তন জেলা সভাপতিকে শোকজের সিদ্ধান্ত বিদ্রোহী দমনে কড়া পদক্ষেপ বিজেপির! প্রাক্তন জেলা সভাপতিকে শোকজের সিদ্ধান্ত

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, মুখরক্ষার জন্য সেনাকে সামনে আনা হচ্ছে। দেশে কিছু বিজেপির ক্যাডার তৈরি করতে চার বছরের জন্য বিজেপি ললিপপ দেখাচ্ছে। এটা ডাকাতি ছাড়া কিছু না। আমরা কারও চাকরি খাই না, ক্ষমতায় আসার পর আমরা ১ লক্ষ চাকরি দিয়েছি। তারমধ্যে ১০০টা ভুল হতেউই পারে। আমরা সেই ভুল সংশোধন করে নেব।

English summary
Mamata Banerjee takes on BJP and Modi government due to Agnipath skim before 2024 Lok Sabha Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X