For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়েও মহারাষ্ট্র থেকে বাংলার শ্রমিকদের ফেরাতে নারাজ মমতা

পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়েও মহারাষ্ট্র থেকে বাংলার শ্রমিকদের ফেরাতে নারাজ মমতা

Google Oneindia Bengali News

মমতা সরকারই প্রথম পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে ১০০০ টাকা করে অনুদান দেওয়ার প্রকল্প ঘোষণা করেছিলেন। সেই মমতা সরকারেরই ভিন্ন রূপ দেখা গেল মহারাষ্ট্রে আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে। সেখানে আটকে থাকা বাংলার শ্রমিকদের ফেরাতে রাজি হননি তিনি। বাংলার মুখ্যমন্ত্রীর এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন মহারাষ্ট্র সরকার।

মহারাষ্ট্র থেকে পরিযায়ীদের ফেরাবে না মমতা

মহারাষ্ট্র থেকে পরিযায়ীদের ফেরাবে না মমতা

করোনা ভাইরাসের সংক্রমণ সর্বাধিক মহারাষ্ট্রে। এই পরিস্থিতিতে সেখান থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরালে রাজ্যে সংক্রমণের সম্ভাবনা আরও বাড়বে। েসই আশঙ্কাতেই অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক ফেরালেও মহারাষ্ট্র থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের এই মনোভাবে অসন্তোষ প্রকাশ করেছে মহারাষ্ট্র সরকারের শীর্ষ আধিকারিক।

পরিযায়ী শ্রমিকদের অনুদান

পরিযায়ী শ্রমিকদের অনুদান

দেশে করোনা সংকট শুরু হওয়ার পরেই লকডাউন ঘোষণা করা হয়। তখনই পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েছিলেন বিভিন্ন রাজ্যে। এই পরিস্থিতিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই প্রথম পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০০ টাকা করে অনুদান ঘোষণা করেছিলেন তিনি।

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর উদ্যোগ

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর উদ্যোগ

গোটা দেশেই বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই রাজস্থান এবং কেরল থেকে দুটি ট্রেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্যে এসে পৌঁছেছে। তাঁদের শারীরিক পরীক্ষার পর তাঁদের গন্তব্যেও পৌঁছে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

বাংলায় পুরোপুরি ভেঙে পড়েছে রেশন ব্যবস্থা, ফের আক্রমণ দিলীপেরবাংলায় পুরোপুরি ভেঙে পড়েছে রেশন ব্যবস্থা, ফের আক্রমণ দিলীপের

English summary
Mamata Banerjee refuse to accept migrant labuor return from Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X