For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা মানেই বাণিজ্য! স্রেফ শান্তির বিনিময়ে পাহাড়-উন্নয়নে বিনিয়োগ-বার্তা মমতার

মুখ্যমন্ত্রী পাহাড়ে শিল্প সম্মেলন করে দার্জিলিংয়ে বিনিয়োগের নয়া দিগন্ত খুলে দিলেন। পাহাড়বাসীর উদ্দেশ্যে ঘোষণা করলেন- ‘আপনারা শুধু শান্তি দিন, আমি আপনাদের উন্নয়ন দেব।’

Google Oneindia Bengali News

বাংলা মানেই বাণিজ্য। সেই বাংলার অবিচ্ছেদ্য অংশ দার্জিলিংয়ের জন্যও প্রচুর শিল্প-সম্ভাবনা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ-র দাবি মেনে মুখ্যমন্ত্রী পাহাড়ে শিল্প সম্মেলন করে দার্জিলিংয়ে বিনিয়োগের নয়া দিগন্ত খুলে দিলেন। সেইসঙ্গে পাহাড়বাসীর উদ্দেশ্যে ঘোষণা করলেন- 'আপনারা শুধু শান্তি দিন, আমি আপনাদের উন্নয়ন দেব।'

বাংলা মানেই বাণিজ্য! শুধু শান্তির বিনিময়ে পাহাড়-উন্নয়নে বিনিয়োগ-বার্তা মমতার

[আরও পড়ুন:বাদ পড়ে সিপিএমের 'হেভিওয়েট' নেতার ব্যতিক্রমী সিদ্ধান্ত, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে][আরও পড়ুন:বাদ পড়ে সিপিএমের 'হেভিওয়েট' নেতার ব্যতিক্রমী সিদ্ধান্ত, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে]

ছ'মাস অশান্তির বাতাবরণে কাটানোর পর শৈল-নগরীতে এখন শান্তি ফিরেছে। শিল্পপতিদের বিনিয়োগে আগ্রহী করে তুলতে তাই শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেই শিল্প সম্মেলনে বিনিয়োগে আগ্রহী শিল্পপতিদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, পাহাড়ে অর্কিড-চা-পর্যটন শিল্পের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে এখানে হতে পারেন ফুড প্রসেসিং, হর্টিকালচার, তথ্যপ্রযুক্তি পার্কও। আমরা এবার দার্জিলিংয়ে শিল্পস্থাপনের পরিবেশ তৈরি করতে চাইছি। এজন্য শিল্পপতিদের পাশাপাশি এগিয়ে আসতে হবে পাহাড়ের নাগরিকদেরও।

পাহাড়ে টানা বনধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেজন্য আমরা দার্জিলিংকে ফের পূর্বের মতো গড়ে তুলতে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছি। দার্জিলিংকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একসঙ্গে গড়ে তুলি। শিল্পপতিরাও এসেছেন শিল্প গড়ার আশা নিয়ে। শুধু শান্তির বিনিময়েই পাহাড়ে গড়ে উঠতে পারে অনেক নিত্যনতুন শিল্প।

[আরও পড়ুন:বিজেপির মিশন বাংলা, পঞ্চায়েতকেই পাখির চোখ করতে প্রস্তুত অমিত-পরিকল্পনা][আরও পড়ুন:বিজেপির মিশন বাংলা, পঞ্চায়েতকেই পাখির চোখ করতে প্রস্তুত অমিত-পরিকল্পনা]

মুখ্যমন্ত্রীর কথায়, 'এখানে জমি আছে, পরিবেশও আছে, শুধু সদিচ্ছা থাকলেই দার্জিলিংয়ের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব। প্রচুর কর্মসংস্থান তৈরি করা যেতে পারে পাহাড়ে। কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিং তো তথ্য-প্রযুক্তি পার্কের আদর্শ জায়গা।' পাহাড়ে যে কোনও সমস্যায় সাহায্যের প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।

মুখ্যমন্ত্রী এদিন টাইগার হিলকে নিয়ে পর্যটন ভাবনার কথাও বলেন। তিনি বলেন, 'জাপান পাহাড়ে শিল্প গড়তে চায়। সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রীর আর্জি, কেউ উসকানিমূলক বার্তা ছড়াবেন না। পাহাড়কে ভালো থাকতে দিন। তাহলেই উন্নয়নের বন্যা বয়ে যাবে। আপন গতিতে পাহাড় ফিরে পাবে ছন্দ।'

English summary
Mamata Banerjee gives investment-message for hill-development in exchange for peace. CM gives message to inhabitant of Darjeeling from business summit of Hill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X