For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাল্টি নেত্রী মমতা! নন্দীগ্রামের মামলায় এখনও রেহাই নেই রাজ্যের মন্ত্রীর, বিস্ফোরক সৌমিত্র

পাল্টি নেত্রী মমতা! নন্দীগ্রামের মামলায় এখনও রেহাই নেই রাজ্যের মন্ত্রীর, বিস্ফোরক সৌমিত্র

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত মানুষদের সম্মান দেন না, তিনি কী করে মৃত মানুষদের সম্মান দেবেন। গড়িয়া শ্মশানের ঘটনা নিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খান। এক অনলাইন মিডিয়ায় তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যু নিয়ে খেলতে ভাল বাসেন। নন্দীগ্রামের মামলা থেকে রাজ্যের এক মন্ত্রীকে এখনও রেহাই দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি।

বিজেপি রাস্তায় নেমে রাজনীতি করছে

বিজেপি রাস্তায় নেমে রাজনীতি করছে

পরের নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে চাইছে। অন্যদিকে বিজেপিও রাস্তায় নেমে রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেই কাজ করবেন তাঁরা। বলেছেন সৌমিত্র। এব্যাপারে তিনি বিধায়ক দুলাল বরের থেকে ত্রিপল কেড়ে নেওয়া এবং দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুকে রাস্তায় আটকে দেওয়ার কথা উল্লেখ করেন। সেই থেকেই ঠিক করে নেওয়া হয়েছিল এরপর আটকানো হলেই রাস্তা অবরোধ করা হবে।

সৌমিত্র খানের হুঁশিয়ারি

সৌমিত্র খানের হুঁশিয়ারি

সৌমিত্র খান বলেন, যদি বিজেপি নেতাদের আটকানো হয়, তাহলে পশ্চিমবঙ্গ অবরুদ্ধ করে দেওয়া হবে। তিনি তৃণমূলকে চাল চোর, গম চোরের সঙ্গে আম্ফানের টাকা চোর বলেও অবিহিত করেন।

অমিত শাহের ভার্চুয়াল সভায় ব্যাপক সাড়া

অমিত শাহের ভার্চুয়াল সভায় ব্যাপক সাড়া

রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খান বলেন, পশ্চিমবঙ্গ নিয়ে অমিত শাহের ভার্চুয়াল সভার দিন ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। সেদিন ২ কোটি ৮০ লক্ষের মতো মানুষ ভার্চুয়াল সভায় অংশ নিয়েছিলেন। সব কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

পাল্টি নেত্রী মমতা

পাল্টি নেত্রী মমতা

সৌমিত্র খান বলেন., মমতা বন্দ্যোপাধ্যায় যখন যা বলেন, তারপরেই পাল্টি মেরে দেন। পাল্টি নেত্রীর ভাইপোর সমর্থন কমে গিয়েছে বলে দাবি করেছেন তিনি। আর তারাই অভিযোগ তুলেছে বিজেপির ভার্চুয়াল সভায় কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে।

সিঙ্গুরের মানুষকে ভুল বুঝিয়েছেন মমতা

সিঙ্গুরের মানুষকে ভুল বুঝিয়েছেন মমতা

সৌমিত্র খানের অভিযোগ সিঙ্গুর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে ভুল বুঝিয়েছেন। রাজ্যে ১০ বছরে কোনও বড় শিল্প হয়নি। আইটি হাব হয়নি, বেকারদের চাকরির বন্দোবস্ত হয়নি। উনি কোনওটাই ভাল করা চালাতে পারেন না, সবসময় অপরের দোষ দেখেন মন্তব্য করেছেন সৌমিত্র।

লাদাখ নিয়ে 'নীরব' প্রধানমন্ত্রী! বিস্ফোরক বিষয় তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রলাদাখ নিয়ে 'নীরব' প্রধানমন্ত্রী! বিস্ফোরক বিষয় তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

English summary
Khan. He also alleged Mamata Banerjee till waiting to withdraw cases against own minister on Nandigram.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X