For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী তিন ভাই এক হয়েছে, পঞ্চায়েত মনোনয়নের হিংসায় এভাবেই ঠুকলেন মমতা

পঞ্চায়েত নির্বাচনে বেনজির হিংসায় ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বৈদ্যুতিন বাংলা নিউজ চ্য়ানেলে দেওয়া সাক্ষাৎকারে তীব্র বিষেদ্বাগার করেন।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনে বেনজির হিংসায় ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক বৈদ্যুতিন বাংলা নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তীব্র বিষেদ্বাগার করেন। তিনি স্পষ্টতই জানান, তিন ভাই এক হয়ে হিংসার রাজনীতি করছে।

বিরোধী তিন ভাই এক হয়েছে, পঞ্চায়েত মনোনয়নের হিংসায় এভাবেই ঠুকলেন মমতা

[আরও পড়ুন:নিরাপত্তার বজ্র আঁটুনিতে কমিশনের রাশ ধরল আদালত, জট কাটছে না পঞ্চায়েত নির্বাচনের][আরও পড়ুন:নিরাপত্তার বজ্র আঁটুনিতে কমিশনের রাশ ধরল আদালত, জট কাটছে না পঞ্চায়েত নির্বাচনের]

সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্য়ায় সাফ জানান, 'শাসক দল অশান্তি চায় না। তারা শান্তি চায়।' মনোনয়নে হিংসায় তাঁর দল তৃণমূল কোনওভাবেই জড়িত নয় বলে জানান মমতা। বরং বিরোধীরা পরিকল্পিতভাবে হিংসা করছে। বিজেপি-কংগ্রেস দিল্লিতে একে অপরের শত্রু বলে পরিচিত। কিন্তু এখানে হাতে হাত মিলিয়েছে বিজেপি ও কংগ্রেস। এতে সামিল হয়েছে সিপিএমও।

পঞ্চায়েত নির্বাচনে প্রক্রিয়া হিংসার জন্য সিপিএম-কেও একহাত নেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, সিপিএম ইচ্ছে করে বিজেপি-কে জায়গা ছেড়ে দিচ্ছে। বিজেপি এই মুহূর্তে ৩৮ হাজার মনোনয়ন জমা করেছে। সিপিএম করেছে ২৮ হাজার। গত পঞ্চায়েত নির্বাচনে সিপিএম ৬৭ হাজার মনোয়ন জমা করেছিল। সুতরাং বিজেপি ও সিপিএম-এর মনোনয়ন মিলিত করলেই বেরিয়ে আসছে সেই হিসাব।

[আরও পড়ুন: পঞ্চায়েতে বাম-কংগ্রেস জোটের প্রস্তাব গৌতমের, পত্রপাঠ স্বাগত জানিয়ে বার্তা অধীরের ][আরও পড়ুন: পঞ্চায়েতে বাম-কংগ্রেস জোটের প্রস্তাব গৌতমের, পত্রপাঠ স্বাগত জানিয়ে বার্তা অধীরের ]

তাঁর অভিযোগ, জোট বেঁধে ঘোট করে সন্ত্রাসের আবহ তৈরি করা হচ্ছে। রাজ্যে যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে সে প্রসঙ্গে ক্ষোভ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, বাসন্তী পুজো, রামনবমী সবই হয়ে এসেছে। কিন্তু এবার রামনবমীকে নিয়ে যা হল তা অত্যন্ত খারাপ। এর আগে কোনও দিনই এমন কোনও উৎসব-পরবে মারদাঙ্গা হয়নি। গোটা ঘটনার জন্য নাম না করেই বিজেপি-র দিকে আঙুল তোলেন তিনি।

সেই সঙ্গে তিনি জানান, সংখ্য়ালঘুদের তোষণ করেন বলে তাঁর নামে মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে সকল ধর্মের মানুষকে নিয়ে চলাটা তাঁর কর্তব্য বলেও জানিয়ে দেন তিনি। কিন্তু, বিজেপি এটা নিয়েও রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

[আরও পড়ুন: বিজেপির অনলাইন দাবিকেই মান্যতা! হোয়াটস অ্যাপে মনোনয়নকে স্বাগত জানালেন দিলীপ][আরও পড়ুন: বিজেপির অনলাইন দাবিকেই মান্যতা! হোয়াটস অ্যাপে মনোনয়নকে স্বাগত জানালেন দিলীপ]

English summary
Mamata Banerjee blaims opposition parties for pre poll vilence in Panchayat Election. He demands in a television interview that oppostion is creating problem plan fully.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X