For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

TMC: আজ ৩ দিনের মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাচ্ছেন অভিষেকও

TMC: আজ ৩দিনের মেঘালয় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাচ্ছেন অভিষেকও

Google Oneindia Bengali News

আজ মেঘালয় সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর পূর্বে এই প্রথম সফরে যাচ্ছেন তিনি। এবার তাঁর সফর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনেই মেঘালয়ে বিধানসভা ভোট। মেঘালয়ে প্রধান বিরোধী দলের আসনে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই বিধানসভা ভোটের আগে মেঘালয়ে বিশেষ নজর দিচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

মেঘালয় সফরে মমতা

মেঘালয় সফরে মমতা

সদ্য দিল্লি থেকে ফিরে এসেছেন তিনি। আবার চললেন ভিন রাজ্যে। এবার ডেস্টিনেশন উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়। একুশের ভোটের বিপুল জয়ের পরেই গোটা দেশে সংগঠন বিস্তারের কথা ঘোষণা করেছিলেন তিনি। তারপরেই উত্তর পূর্বের রাজ্যগুলিতে তৎপরতা শুরু হয়ে যায়। ত্রিপুরা, মেঘালয়, অসমে সংগঠন বিস্তার করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মেঘালয়ে আবার বিরোধী দলের ভূমিকায় রয়েছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের ১২ জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। মেঘালয়ে বিধানসভা ভোটের আগে সংগঠনকে চাঙ্গা করতেই মমতার এই সফর বলে মনে করা হচ্ছে।

কী কী কর্মসূচি রয়েছে নেত্রীর

কী কী কর্মসূচি রয়েছে নেত্রীর

২০২৩-এই বিধানসভা ভোট মেঘালয়ে। তার আগে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন দলনেত্রী মমতা বন্দ্যোরাধ্যায়। তিন দিনের মেঘালয় সফরে এক গুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিশেষ বৈঠক করবেন তিনি। এছাড়াও কর্মিসভা করার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর। মেঘালয়ে এখন প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে তৃণমূল কংগ্রেস। সেকারণে সরকার গঠনের অনেকটাই সুযোগ রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছেন তিনি।

সফর সঙ্গী অভিষেক

সফর সঙ্গী অভিষেক

মেঘালয় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন আগেই তিনি মেঘালয় থেকে ঘুরে এসেছেন। সেখানে সভা করেছেন তিনি। মেঘালয় সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকে সংগঠন বিস্তারের মূল ভূমিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেকারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই তিনি মেঘালয় সফরে যাচ্ছেন। মেঘালয়ে জনসভা করতে গিয়ে কংগ্রেস এবং বিজেপিকে এক আসনে বসিয়েছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন কংগ্রেস এবং বিজেপি দুই দলই সমান। তারা উত্তর পূর্বের রাজ্যগুলিকে গুরুত্ব দিতে চায় না।

উত্তর-পূর্বে নজর

উত্তর-পূর্বে নজর

একুশের বিধানসভা ভোটের পরেই উত্তর পূর্বের রাজ্যগুলিতে সংগঠন বিস্তার করতে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। প্রথমে ত্রিপুরার দিকেই বেশি নজর দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তারপরে মেঘালয়ে ১২ জন কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতেই মেঘালয়কে বাড়তি গুরুত্ব দিতে শুরু করেছে। ২০২৩-এ মেঘালয়ে বিধানসভা ভোট। এই ভোটে মেঘালয়ে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে ২০২৪-র লোকসভা ভোটেও মেঘালয়ের জয়কে হাতিয়ার করতে চাইছে তারা।

Fire: ট্যাংরায় রাবারের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিনFire: ট্যাংরায় রাবারের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

English summary
Mamata Banerjee will visit Meghayala today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X