For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহালয়ার ভোরে নয়, এবার বেলা গড়ালে হবে তর্পণ, পাঁজি মেনে বদলেছে সময়

মহালয়ার ভোরে সূর্যোদয়ের পরপর গঙ্গার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানোর জন্য করা তর্পণের সময় এবার বদলে যাচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

মহালয়ার ভোরে সূর্যোদয়ের পরপর গঙ্গার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে শ্রদ্ধা জানানোর জন্য করা তর্পণের সময় এবার বদলে যাচ্ছে। জানা গিয়েছে, পঞ্জিকা অনুযায়ী এবার ভোরে অমাবস্যা লাগছে না। অমাবস্যা লাগবে বেলা ১০টা ৪৭ মিনিট নাগাদ। আবার বিশুদ্ধ সিন্ধান্তমতে তা শুরু হওয়ার কথা বেল ১১টা ৩২ মিনিটে। ফলে তারপরই প্রথা মতো পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করবে আমজনতা।

মহালয়ার ভোরে নয়, এবার বেলা গড়ালে হবে তর্পণ

সেই হিসাব ধরলে এবারের সময়সূচি অবশ্যই পরিবর্তন হচ্ছে। প্রথা মেনে ভোরে তর্পণ হবে না এবার। বদলে মধ্যাহ্নে গঙ্গার ঘাটে ভিড় দেখা যাবে। তিথি অনুযায়ী পরের দিন সকাল পর্যন্ত অমাবস্যা থাকবে।

২০১৪ সালেও মহালয়ার সময় নিয়ে বিভ্রান্তি হওয়ায় একদল ভোরে অভ্যাসবশত তর্পণ করে ফেলেছিলেন। আর একদল প্রথা মেনে অমাবস্যা লাগার পরে তর্পণ করেন। ফলে সেবার ভিড় দু'ভাগ হয়ে মানুষ গঙ্গার ঘাটে ঘাটে কিছুটা স্বস্তি পেয়েছিলেন। এবার কী হবে তা সময়ই বলবে।

প্রসঙ্গত, মহালয়াকে বলা হয় পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের সূচনা। এই দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁদের জলদান করা ও শ্রদ্ধা জানানো হয়।

English summary
Mahalaya Tarpan timing changes in Durga Puja 2018 due to Amavasya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X