For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংসদে পার্শ্বশিক্ষক ইস্যুতে ঝড় তুললেন লকেট, কাঠগড়ায় তৃণমূল

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরে পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউলের মৃত্যু ঘিরে রাজ্যে পার্শ্বশিক্ষিকদের বিক্ষোভ আরও উত্তাল পর্যায় পৌঁছে যায়।

  • |
Google Oneindia Bengali News

কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরে পার্শ্ব শিক্ষিকা রেবতী রাউলের মৃত্যু ঘিরে রাজ্যে পার্শ্বশিক্ষিকদের বিক্ষোভ আরও উত্তাল পর্যায় পৌঁছে যায়। ইতিমধ্যেই এই ইস্যুতে রাজ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে খানিকটা ঠাণ্ডা লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন রাজ্যপাল জগদীর ধানকড়। এবার দিল্লিতে পার্শ্বশিক্ষকদের ইস্যু ঘিরে সংসদে ঝড় তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

লকেটের দাবি

লকেটের দাবি

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, গত ১৫ দিন ধরে রাজ্যের পার্শ্বশিক্ষকরা অনশন করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রীদের তরফে সেখানে কেউ যাননি। সংসদে রীতিমতো বিধ্বংসী মেজাজে লকেট বলেন, এক শিক্ষিকার মৃত্যু ইতিমধ্যেই হয়েছে। এখন ৫-৬ জন হাসপাতালে ভর্তি। এমন পরিস্থিতি তে তিনি স্পিকারের কাছে যথাযথ ব্যবস্থার নেওয়ার প্রসঙ্গটি তোলেন।

বিধ্বংসী মেজাজে লকেট

বিধ্বংসী মেজাজে লকেট

আগুন ঝরানো বক্তৃতায় লকেট বলেন, মুখ্যমন্ত্রী এখন মেলা-খেলার জন্য টাকা দিতে পারছেন, কিন্তু পার্শ্ব শিক্ষকদের দিকে তাকাচ্ছেন না। উল্টে মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে যাচ্ছেন। লকেট এদিন আশঙ্কা প্রকাশ করেন, যে রাজ্য সরকারের এই উদাসীনতার ফলে পরিস্থিতি আরও বিপজ্জনক রূপ নিতে পারে।

 সুদীপের পাল্টা জবাব

সুদীপের পাল্টা জবাব

এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা তোপ দেগে বলেন, হুগলির বিজেপি সাংসদ যে সমস্ত দাবি করছেন, তা নিম্নমানের দাবি। রাজ্য সরকারের পার্শ্বশিক্ষকদের প্রতি সহমর্মিতা রয়েছে বলেই রাজ্যের তরফে পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধিও করা হয় মমতা সরকারের তরফে।

সরকার কদ্দিন চলবে? সেনা-কং জোটকে ফের কটাক্ষ সঞ্জয় নিরুপমেরসরকার কদ্দিন চলবে? সেনা-কং জোটকে ফের কটাক্ষ সঞ্জয় নিরুপমের

সরকার গঠন নিয়ে চূড়ান্ত ঘোষণা শুক্রবার বিকেল ৪টেয়সরকার গঠন নিয়ে চূড়ান্ত ঘোষণা শুক্রবার বিকেল ৪টেয়

English summary
Locket Chatterjee storms Parliament over Para teacher's agitation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X