For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর সভার আগেই কোন্দল বিজেপিতে! রেগে-মেগে মঞ্চ ছাড়লেন ‘অপমানিত’ নেত্রী

প্রধানমন্ত্রী মোদীর সভাও বঙ্গ বিজেপির কোন্দল ধামাচাপা দিতে পারল না। মোদীর সভা ত্যাগ করে চলে গেলেন রাজ্যের মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

Google Oneindia Bengali News

প্রধানমন্ত্রী মোদীর সভাও বঙ্গ বিজেপির কোন্দল ধামাচাপা দিতে পারল না। মোদীর সভা ত্যাগ করে চলে গেলেন রাজ্যের মহিলা মোর্চা নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অথচ তিনিই ছিলেন প্রধানমন্ত্রী সভার ব্যবস্থাপনার দায়িত্বে। কিন্তু তিনি দায়িত্বে থাকলেও সভামঞ্চে কোথাও ছিল না তাঁর নাম ও ছবি। তাই 'অপমানিত' বোধ করে তিনি মঞ্চ ত্যাগ করে চলে যান।

বিজেপিতে কোন্দল ফের প্রকাশ্যে

বিজেপিতে কোন্দল ফের প্রকাশ্যে

সামনেই লোকসভা ভোট। কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে নিয়ে বঙ্গ বিজেপি ঐক্যবদ্ধ হবে, কিন্তু আদতে দেখা গেল উল্টো চিত্র। বাংলা বিজেপিতে কোন্দল ফের প্রকাশ্যে চলে এল। মেদিনীপুরে মোদীর সভায় দিলীপ ঘোষ ও বাবুল সুপ্রিয়র কোন্দল প্রকাশ্যে চলে এসেছিল। দুর্গাপুরে মোদীর সভার আগেই লকেট চট্টোপাধ্যায়ের সভাস্থল ত্যাগে তাল কেটে গেল।

সভাস্থল পরিত্যাগ লকেটের

সভাস্থল পরিত্যাগ লকেটের

এদিন দুর্গাপুরের সভাস্থলে গিয়ে দেখেন, কোথাও নাম নেই লকেট চট্টোপাধ্যায়ের। নেই কোনও ছবিও। বিশালাকার ব্যানারে একটি ক্ষুদ্র জায়গাও তাঁর জন্য না থাকায়, অপমানিত হয়ে সভাস্থল পরিত্যাগ করেন লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য, তিনি নিজে মোদীর সভার আয়োজনের দায়িত্বে ছিলেন, নিজে হাতে সমস্ত কিছু তদারকি করেন। তা সত্ত্বেও তিনিই ব্রাত্য রয়ে গেলেন।

কোন্দল শুভদায়ক নয়

কোন্দল শুভদায়ক নয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভাস্থেল আসার আগেই তিনি অনুগামীদের নিয়ে সভা ছেড়ে চলে যান। বিজেপি যখন রাজ্যে জাঁকিয়ে বসার চেষ্টা করছে, তখন বাংলায় এই কোন্দলের চিত্র শুভদায়ক নয় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বিজেপিই অন্তরায় বিজেপির

বিজেপিই অন্তরায় বিজেপির

দলের এই গোষ্ঠীকোন্দলই যে আসন্ন লোকসভার আগে বিজেপির অন্তরায় হয়ে উঠছে রাজ্যে, তা এদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মোদীর দুর্গাপুরের সভায় লকেট নিজেকে ব্রাত্য বলে মনে করে সভাস্থল ত্যাগ করে চলে যান। আর ঠাকুরনগরের সভাতেও বিজেপি কর্মীদের মধ্যে চরম বিশৃঙ্খলা বাধে।

English summary
BJP’s Mahila Morcha Leader Locket Chatterjee leaves the stage of Modi’s rally at Durgapur. BJP’s group clash again comes publicly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X