For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

CAB-র প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলনের নামছে বামেরা

উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে এবার নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে বামেরা। আগামী ১৯ িডসেম্বর দেশ জুড়ে আন্দোলনে নামার ডাক দিয়েছে বাম দলগুলি।

Google Oneindia Bengali News

উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে এবার নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে নামতে চলেছে বামেরা। আগামী ১৯ িডসেম্বর দেশ জুড়ে আন্দোলনে নামার ডাক দিয়েছে বাম দলগুলি। যদিও এই বিলের প্রতিবাদে আগে তারা সংসদ ভবনের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছে।

আন্দোলনের ডাক বামেদের

আন্দোলনের ডাক বামেদের

এরআরসির-পর এবার নতুন ইস্যু। নাগরিকত্ব সংশোধনী বিল। রাজ্যসভায় গতকালই পাস হয়েছে বিলটি। বিরোধিতা করেও বিলটির অনুমোদন আটকাতে পারেনি বামেরা। এবার তাই দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বামপন্থী দলগুলি। ১৯ ডিসেম্বর থেকে আন্দোলনে নামছে তারা।

উত্তাল অসম

উত্তাল অসম

নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে গতকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে অসম। প্রতিবাদ আন্দোলন থেকে বিজেপি নেতাদের উপর হামলার ঘটনা বাড়ছে। এমনকী মুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। গুয়াহাটি শহরে কার্ফু জারি করা হয়েছে। দিল্লি থেকে বিজেপি সাসংদরা অসমের পথে রওনা হয়েছেন।

মোদীর আশ্বাস

মোদীর আশ্বাস

উত্তাল অসমকে শান্ত করতে শেষে ময়দানে নামতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি ট্যুইট করে অসমের বাসিন্দাদের শান্ত থাকার কথা বলেছেন। এবং নাগরিকত্ব সংশোধনী বিলে তাঁদের স্বার্থ কোনও ভাবেই লঙ্ঘত হবে না বলে আস্বস্ত করেছেন।

সব বাংলাদেশি অসমে চলে আসবে! একের পর এক গুজব রুখতে তদন্ত দাবি বিজেপি সাংসদেরসব বাংলাদেশি অসমে চলে আসবে! একের পর এক গুজব রুখতে তদন্ত দাবি বিজেপি সাংসদের

English summary
Left party's hold nation wide protest over CAB
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X