For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নীরবে কংগ্রেসে প্রবেশ বিজেপি-ফেরত লক্ষ্মণের! প্রার্থী হিসেবে নাম প্রস্তাবে জোর জল্পনা

নীরবে লক্ষ্মণ শেঠের প্রবেশ ঘটতে চলেছে কংগ্রেসে? এমনই আবহ অন্তত তৈরি হয়েছে রাজনীতির অন্দরে। বিজেপি ছাড়ার পর লক্ষ্মণ শেঠ তৃণমূল বা কংগ্রেস যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

Google Oneindia Bengali News

নীরবে লক্ষ্মণ শেঠের প্রবেশ ঘটতে চলেছে কংগ্রেসে? এমনই আবহ অন্তত তৈরি হয়েছে রাজনীতির অন্দরে। বিজেপি ছাড়ার পর লক্ষ্মণ শেঠ তৃণমূল বা কংগ্রেস যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তৃণমূলে কিনারা না পেয়ে, কংগ্রেসকেই আশ্রয় করেন তিনি। ঘটনা করে কংগ্রেসে যোগদান আটকে গেলেও নির্বাচনের ফাঁক গলে তিনি ঢুকে পড়তে পারেন কংগ্রেস পরিবারে।

নীরবে কংগ্রেসে প্রবেশ বিজেপি ফেরত লক্ষ্মণের! প্রার্থী হিসেবে নাম প্রস্তাবে জোর জল্পনা

ইতিমধ্যে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৩৬ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। কংগ্রেস এবার বাঁকুড়া ও যাদবপুরে প্রার্থী দেবে না, তা আগেই বলে দিয়েছিল। এখন বাকি থাকছে চার আসন। তার মধ্যে যেমন উত্তর কলকাতা কেন্দ্র রয়েছে, রয়েছে তমলুকের মতো কেন্দ্রও।

প্রশ্ন উঠেছে, কেন এখনও উত্তর কলকাতায় প্রার্থী দেওয়া হল না? তমলুকই বা ছেড়ে রাখা হয়েছে কেন? উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, এখনও চার কেন্দ্রে তাঁরা প্রার্থী ঘোষণা করবে। উত্তর কলকাতা নিয়ে কথা চলছে। শীঘ্রই চার কেন্দ্রে প্রার্থীর নাম জানানো হবে।

[আরও পড়ুন:লোকসভার টিকিট না পেয়েই দল ছাড়লেন বিজেপির রাজ্য সহ সভাপতি ][আরও পড়ুন:লোকসভার টিকিট না পেয়েই দল ছাড়লেন বিজেপির রাজ্য সহ সভাপতি ]

আর তমলুক আসনটি নিয়েও আলোচনা চলছে। কংগ্রেস লক্ষ্মণ শেঠের নাম প্রস্তাব করেছে এই কেন্দ্রের প্রার্থী হিসেবে। লক্ষ্মণ শেঠের নাম এখনও ঘোষণা হয়নি। কিন্তু তমলুক কেন্দ্রে যে প্রদেশের প্রস্তাবে সায় রয়েছে হাইকমান্ডের তা ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। কংগ্রেস শুধু ভয় করছে লক্ষ্মণ শেঠকে প্রার্থী করলে কংগ্রেসের অভ্যন্তরীণ অসন্তোষ বড় আকার নেবে না তো!
উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গে ২৫ কেন্দ্রে প্রার্থীর নাম প্রকাশ করে কংগ্রেস। এ রাজ্যে ৩৬টি আসনেই প্রার্থী চূড়ান্ত হয়ে গেল।

[আরও পড়ুন: জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী নিয়ে জটিলতা! 'ক্রাইসিস ম্যানেজার' মুকুল রায়ের তৎপরতা][আরও পড়ুন: জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী নিয়ে জটিলতা! 'ক্রাইসিস ম্যানেজার' মুকুল রায়ের তৎপরতা]

বাকি ছয় আসনের মধ্যে দুটি আসন বাদে বাকি চার আসন নিয়ে এখন আলোচনা চলছে। বামেদের চারটি আসনে প্রার্থী না দেওয়ার পরিপ্রেক্ষিতে পাঁচ আসনে প্রার্থী না দিয়ে 'সৌজন্যে'র বার্তা দিয়েছিল কংগ্রেস। পরে দুটি আসনে প্রার্থী না দেওয়ার কথা জানানো হয়।

[আরও পড়ুন: মোদীর সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন, তৈরি থাকুন এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে রাহুলের][আরও পড়ুন: মোদীর সার্জিক্যাল স্ট্রাইক দেখেছেন, তৈরি থাকুন এবার সার্জিক্যাল স্ট্রাইক হবে রাহুলের]

English summary
Ex CPM and BJP leader Lakshman Seth can enter in Congress being candidate in Lok Sabha Election. Congress proposes Lokshman Seth’s name as a candidate in Tamluk,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X