For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুণাল ঘোষের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল ২৩ ডিসেম্বর পর্যন্ত

সারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত সাংসদ কুণাল ঘোষের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২ নভেম্বর : সারদা কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের বহিষ্কৃত সাংসদ কুণাল ঘোষের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি জানিয়ে দেন, এই মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর।

পুজোর দু'দিন আগে অর্থাৎ ৫ অক্টোবর জামিন পান কুণাল ঘোষ। ৩৪ মাস পর বিচারপতি অসীমকুমার রায় ও মলয়মারুৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তাঁর অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে ১১ নভেম্বর পর্যন্ত। তাঁর উপর শর্ত আরোপ করা হয় নারকেলডাঙা থানা এলাকার বাইরে তিনি যেতে পারবেন না।

 কুণাল ঘোষের অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ল ২৩ ডিসেম্বর পর্যন্ত

দু'বছর পর তিনি উৎসবের মরশুম দুর্গাপুজো, দীপাবলি কাটান পরিবার-পরিজনদের সঙ্গে। জামিন মঞ্জুর করার সময়ই ওই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল ২ নভেম্বর। সেইমতো আজ তিনি হাজিরা দেন কলকাতা হাইকোর্টে। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ তাঁর জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ নভেম্বর সারদাকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। শুধু সারদা রিয়েলিটি মামলায় তাঁর জামিন আটকে ছিল। বাকি সব মামলায় জামিন পেয়ে গিয়েছিলেন তিনি। এই মামলায় দোষীসাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ৩৬ মাস জেল হতে পারত। ছুটি বাদ দিয়ে তাঁর বেশিদিন জেল খাটা হয়েছে বলে পাটিগণিতের ফাঁদেই জামিন মঞ্জুর করেন বিচারপতিদের ডিভিশম বেঞ্চ।

English summary
Kunal Ghosh interim bail limit extended till 23 rd December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X