For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একদিনেই কলকাতার দৈনিক সংক্রমণ ২৪০০! পরিসংখ্যানে বাংলার ২৩ জেলা একনজরে

কলকাতায় একদিনেই করোনার দৈনিক সংক্রমণ ২৪০০! ওমিক্রন ভ্যারিয়েন্টের দৌলতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে শহর কলকাতায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতায় একদিনেই করোনার দৈনিক সংক্রমণ ২৪০০! ওমিক্রন ভ্যারিয়েন্টের দৌলতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে শহর কলকাতায়। কলকাতার শহরতলির জেলাগুলিতেও আতঙ্কের রূপ নিয়েছে করোনার উদ্বেগ। বাংলার ২৩ জেলার পরিসংখ্যানের দিকে তাকালেই স্পষ্ট হবে গ্রামের থেকে শহরে করোনার সংক্রমণ লাফিয় লাফিয়ে বাড়ছে।

একদিনেই কলকাতার দৈনিক সংক্রমণ ২৪০০! পরিসংখ্যান জেলাওয়াড়ি

কলকাতা-সহ ৫ জেলায় সক্রিয়
কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা পাঁচদিনে প্রায় ৬ গুণ হয়ে গিয়েছে। ফলে সক্রিয়ের সংখ্যাও বেড়েছে লাফিয়ে। কলকাতায় করোনা সক্রিয়ের সংখ্যা প্রায় সাড়ে ৬ হাজার ছুঁয়েছে। ১৫১৫ জন বেড়ে কলকাতার সক্রিয় সংখ্যা ৬৪৪২-এ পৌঁছে গিয়েছে। উত্তর ২৪ পরগনার করোনা সক্রিয় এদিন ৩৯২ বেড়ে এদিন ২০৩৯ হয়েছে। হাওড়ার করোনা সক্রিয় ২০১ জন বেড়ে ৯৮৮। হুগলির করোনা সক্রিয়ও ৬২৭ হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সক্রিয় ৬৬৮ হয়েছে। পশ্চিম বর্ধমানে ৫৯৭। বাকি ১৭ জেলার মধ্যে সর্বোচ্চ করোনা সক্রিয় ৩১৪ নদিয়ায়। সর্বনিম্ন ১৯ কালিম্পংয়ে। ১০০-র নিচে করোনা সক্রিয় ৮ জেলায়। ৭ জেলায় ১০০-র উপরে। আর ২০০-র উপরে ১ জেলায়, ৩০০-র উপরে ১ জেলায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
শনিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৫১২। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ২৩৯৮ জন। উত্তর ২৪ পরগনায় ৬৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতার সংক্রমণ এদিন ফের মাত্রা ছাড়িয়ে গেল। কলকাতার দৈনিক সংক্রমণ এদিন ২৪০০-র সামান্য নিচে। উত্তর ২৪ পরগনার সংকর্মণ এদিন ৭০০-র ঠিক নিচেই

একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ৩৪০১৬৫। এদিন কলকাতায় ২৩৯৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৫৩২১ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩২৮৪০২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ৬৪৪২ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৮১ জন।

উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩৩৭৭৭৯ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৬৮৮ জন। মৃত্যু হয়েছে মোট ৫০১৮ জনের। এদিন মৃত্যু হয়েছে ২ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ৩৩০৭২২ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২০৩৯ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ২৯৪ জন।

দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ১৯৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১০৪৪৬৬ জন। হাওড়ায় আক্রান্ত ১০২৩৯২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৩৪৪ জন। হুগলিতে ১৬৫ জন বেড়ে আক্রান্ত ৮৯৭০৮ জন।

কোন জেলায় দৈনিক কত সংক্রমণ
আলিপুরদুয়ারে ৩ জন, কোচবিহারে ১০ জন, দার্জিলিংয়ে ২৮ জন, কালিম্পংয়ে ১ জন, জলপাইগুড়িতে ১৮ জন, উত্তর দিনাজপুরে ৪ জন, দক্ষিণ দিনাজপুরে ১২ জন, মালদহে ৩৪ জন, মুর্শিদাবাদে ২৮ জন, নদিয়ায় ৭৫ জন, বীরভূমে ৯৮ জন, পুরুলিয়ায় ১৪ জন, বাঁকুড়ায় ২৫ জন, ঝাড়গ্রামে ৯ জন, পশ্চিম মেদিনীপুরে ৩৫ জন, পূর্ব মেদিনীপুরে ৩১ জন, পূর্ব বর্ধমানে ৫৩ জন, পশ্চিম বর্ধমানে ২৪১ জন আক্রান্ত হয়েছেন এদিন।

English summary
Kolkata’s Coronavirus infection increased almost 2500 after third wave starting. Kolkata and adjacent districts increased anxiety.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X