For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবছর কি 'শীতলতম বড়দিন' দেখতে চলেছে কলকাতা! কী বলছে আবহাওয়া দফতর

রাত পোহালেই বড়দিন।তার আগে পিকনিক কিংবা বেড়াতে যাওয়া নিয়ে প্ল্যানিং এর ব্যস্ততায় রয়েছেন অনেকেই। আর বড়দিনের দিন পিকনিকে শীতের মিঠে রোদ মেখে পিকনিকের আনন্দই আলাদা!

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই বড়দিন।তার আগে পিকনিক কিংবা বেড়াতে যাওয়া নিয়ে প্ল্যানিং এর ব্যস্ততায় রয়েছেন অনেকেই। আর বড়দিনের দিন পিকনিকে শীতের মিঠে রোদ মেখে পিকনিকের আনন্দই আলাদা! আর উৎসবের আসরকে খানিকটা উস্কে দিল আবহাওয়ার পূর্বাভাসের সাম্প্রতিক তথ্য। গত ৫ বছরের মধ্যে এই বছরেই সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়তে চলেছে কল্লোলিনী তিলোত্তমায়।

 এবার কি শীতলতম বড়দিন দেখতে চলেছে কলকাতা! কী বলছে আবহাওয়া দফতর

কলকাতা এই বছর পেতে চলেছে 'শীতলতম বড়দিন'। স্বাভাবিকের থেকে এখন অনেকটাই নিচের দিকে তাপমাত্রা। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিম্মমুখী। আর আগামী কয়েকদিনেও ঠাণ্ডা আরও জাঁকিয়ে পড়তে চলেছে বলে জানিয়েছে আবাহাওয়া দফতর। উত্তরে হাওয়ার দাপটেই পরিস্থিতি এমন দিকে এগোতো চলেছে বলে খবর।

রবিবার শহরের তাপমাত্রা ছিল একধাপ নেমে দাঁড়িয়েছে ১২.৬ ডিগ্রি।মনে করা হচ্ছে আরও একধাপ নামতে চলেছে শহরের তাপমাত্রা আগামী কয়েকদিনের মধ্যেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। দার্জিলিং এ তাপমাত্রা ৩ ও কোচবিহারে ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে রয়েছে। শ্রীনিকেতন থেকে বাঁকুড়া, বর্ধমানে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে ১০ এর আশপাশে। আর এমন জমাটি শীতের মরশুমে ক্রমেই জমে উঠছে বড়দিনের আমেজ।

English summary
Kolkata gears up for coldest Christmas in five years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X