For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভা ভোটে মালদহ উত্তর ঘিরে রাজনৈতিক পরিসংখ্যান কী বলছে

২০১৯ লোকসভা নির্বাচনে মালদহ উত্তর আসনটি রীতিমত গুরুত্বপূর্ণ। ২০১৪ সালের ১৮ মে মৌসম নূর এই আসনে কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা নির্বাচনে মালদহ উত্তর আসনটি রীতিমত গুরুত্বপূর্ণ। ২০১৪ সালের ১৮ মে মৌসম নূর এই আসনে কংগ্রেসের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। সপ্তদশ লোকসভা নির্বাচনে সেই মৌসম নূরই এবার তৃণমূলের টিকিতে লড়াই করছেন। এক ঝলকে দেখে নেওয়া যাক মালদা উত্তর আসনের ভোটমানচিত্র।

সাংসদ মৌসম সম্পর্কে তথ্য

সাংসদ মৌসম সম্পর্কে তথ্য

আইন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক মৌসম নূরের ছোট থেকে বেড়ে ওঠা একটি রাজনৈতিক পরিমণ্ডলেই। মৌসম নূরের মা রবি নূর ছিলেন সুজাপুর বিধানসভার বিধায়িকা। ২০০৮ সালে রবি নূর প্রয়াত হলে মৌসম নূর রাজনীতিতে আসেন। মৌসমের মামা গনিখান চৌধুরী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর মন্ত্রিসভায় রেলমন্ত্রী হয়েছিলেন। এমনই একই পরিবারের মেয়ে মৌসম। তবে তিনি এই লোকসভার ভোটের আবহে সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

সাংসদ হিসাবে পারফরম্য়ান্স

সাংসদ হিসাবে পারফরম্য়ান্স

বছর ৩৯-এর মৌসম নূর ২০ ডিসেম্বর, ২০১৮ সাল পর্যন্ত লোকসভায় মাত্র ৯টি বিতর্কে অংশ নিয়েছিলেন। স্টেট ডিবেটে তাঁর উপস্থিতির হার ৩২.২ শতাংশ। জাতীয় ডিবেটে তাঁর উপস্থিতির হার ৬৩.৮ শতাংশ। প্রাইভেট মেম্বার বিলে তাঁর উপস্থিতি শূন্য। স্টেট প্রাইভেট মেম্বার বিলে তাঁর গড় উপস্থিতি ০.৩ শতাংশ। জাতীয় প্রাইভেট মেম্বার বিলে তাঁর গড় উপস্থিতি ২ শতাংশ। লোকসভা অধিবেশনে ২২৭টি প্রশ্নে অংশ নিয়েছেন তিনি।রাজ্য সম্পর্কীয় প্রশ্নে তাঁর অংশগ্রহণের হার ৮৮ শতাংশ। জাতীয় প্রেক্ষাপটের প্রশ্নে তাঁর গড় ২৭৩ শতাংশ। লোকসভা অধিবেশনে উপস্থিতির হার ৪৭ শতাংশ। স্টেট অ্যাটেন্ড্যান্সে উপস্থিতির হার ৬৫ শতাংশ।

মালদা উত্তরের রাজনৈতিক সমীকরণ

মালদা উত্তরের রাজনৈতিক সমীকরণ

২০১৪ সালে মালদহ উত্তর আসনের লোকসভা নির্বাচনে ভোটদাতা ছিলেন ১৪ লক্ষ ৮৮ হাজার ৭৮৪। পুরুষ ভোটদাতার সংখ্যা ছিল ৭লক্ষ ৪০ হাজার ৭৪৯। মহিলা ভোটদাতার সংখ্যা ছিল ৬ লক্ষ ৮৪ হাজার ৬৭৯। শেষপর্যন্ত ভোটবাক্সে ২০১৪ সালে ভোট দিয়েছিলেন ৫লক্ষ ৭৯ হাজার ৫১৫। মহিলা ভোটদাতা ছিলেন ৫ লক্ষ ৮৩ হাজার ৪৭০। সবমিলিয়ে ভোটদান করেছিলেন ১১ লক্ষ ৬২ হাজার ৯৮৫জন। ভোটদানের হার ছিল ৮২ শতাংশ। মৌসম নূর পেয়েছিলেন ৩ লক্ষ ৮৮ হাজার ৬০৯টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম-এর খগেন মূর্মূ পেয়েছিলেন ৩ লক্ষ ২২ হাজার ৯০৪টি ভোট। মৌসম নূরের জয়ের ব্যবধান ছিল ৬৫ হাজার ৭০৫টি ভোট।

মালদা উত্তর ও রাজনৈতিক ছবি

মালদা উত্তর ও রাজনৈতিক ছবি

মালদহ উত্তর আসনের জনসংখ্যা হল ২৩ লক্ষ ৩৭ হাজার ৮৫০। এরমধ্যে গ্রামাঞ্চলের জনসংখ্যার হার ৯৩.৭১ শতাংশ। শহর এলাকায় জনসংখ্যার হার ৬.২৯ শতাংশ। এই আসনে তপশিল জাতির সংখ্যা ২৩.৩ শতাংশ। তপশিল উপজাতির সংখ্যা ১০.৫ শতাংশ।

<span class=[আরও পড়ুন: ২০১৯ এর তৃতীয় দফা ভোটের আগে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচনী তথ্য একনজরে]" title="[আরও পড়ুন: ২০১৯ এর তৃতীয় দফা ভোটের আগে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচনী তথ্য একনজরে]" />[আরও পড়ুন: ২০১৯ এর তৃতীয় দফা ভোটের আগে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচনী তথ্য একনজরে]

[আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটের আঙিনায় বালুরঘাটের রাজনৈতিক মানচিত্র কী বলছে? ][আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটের আঙিনায় বালুরঘাটের রাজনৈতিক মানচিত্র কী বলছে? ]

English summary
Know more about maldaha north loksabha seat of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X