নজরবন্দির মধ্যেই ফের অশান্ত কাঁকিনাড়া! প্রতিবাদে রেল অবরোধ
ফের অশান্ত কাঁকিনাড়া। এদিন সকালে পুলিশি তল্লাশিতে বেশ কিছু বোমা উদ্ধারের ঘটনা ঘটে। যদিও এই গণ্ডগোলের জেরে রেল অবরোধ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। শিয়ালদহ মেন লাইনে ব্যস্ত সময়ে অবরোধের জেরে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।

বেশ কিছুদিন শান্ত থাকার পর শনিবার রাত থেকে ফের অশান্ত কাঁকিনাড়া। ছয় নম্বর গলি, রেলওয়ে সাইডিং সহ বেশ কিছু জায়গায় বোমা পড়ে। ওই ঘটনায় দুজন জখম হন।
রবিবার সকালে ৬ নম্বর গলিতে ফের বোমা পড়ে। বাড়ির মধ্যেও বোমা ছোড়া হয়। দিনের বেলায় দুষ্কৃতী দৌরাত্ম কিছু কম থাকলেও রবিবার রাতে আবারও বোমাবাজি শুরু হয়।
আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে কাঁকিনাড়ায় রেল অবরোধ করেন।
প্রাথমিকভাবে রেল পুলিশ কিংবা ব্যারাকপুর কমিশনারেট কারও দেখা পাওয়া যায়নি। পরে অবশ্য বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়।
দুষ্কৃতী দমনে রবিবারের মতো সোমবারও তল্লাশি চালায় পুলিশ। তাজা বোমা উদ্ধার হয়েছে বেশ কিছু। পরিত্যক্ত কোয়ার্টার থেকে বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার হয়। তবে কারা এর পিছনে রয়েছে তার সন্ধান করছে পুলিশ।