For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার বাংলা এখন ‘অন্ধেরিনগর’! উপনির্বাচনের প্রচারে নয়া ইস্যু তুলে ধরলেন বিজেপির পর্যবেক্ষক

বাংলা এখন অন্ধেরিনগর হয়ে গিয়েছে। বাংলায় জঙ্গলরাজ চলছে। বাংলায় মমতার সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন কৈলাস বিজয়বর্গীয়।

  • |
Google Oneindia Bengali News

বাংলা এখন অন্ধেরিনগর হয়ে গিয়েছে। বাংলায় জঙ্গলরাজ চলছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দ্ব্যর্থহীন ভাষায় বিঁধলেন কৈলাস বিজয়বর্গীয়। সোমবার বাগডোগরা বমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির পর্যবেক্ষক বলেন, বাংলার সরকার রাজ্যপালকে আইন শেখাচ্ছে, সংবিধান শেখাচ্ছে। এর থেকে বড় জঙ্গলরাজ আর কী হতে পারে!

রাজ্যপালকে আইন শেখাচ্ছে রাজ্য

রাজ্যপালকে আইন শেখাচ্ছে রাজ্য

কালিয়াগঞ্জে প্রচারের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাগডোগরা বিমানবন্দরে নেমেছিলেন কৈলাশ। তখনই তিনি বলেন, রাজ্যপালকে আইন শেখাচ্ছে রাজ্য সরকার। রাজ্যপাল জগদীপ ধনখড় সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী। তাঁকে আইন সম্বন্ধে পাঠ দেওয়া বাতুলতা ছাড়া আর কিছু নয়।

অন্ধেরিনগরের নমুনা, ব্যাখ্যা কৈলাশের

অন্ধেরিনগরের নমুনা, ব্যাখ্যা কৈলাশের

তৃণমূল কংগ্রেসের মন্ত্রী-সাংসদরা, যাঁরা চিটফাণ্ড-কাণ্ডে জেল খেটেছেন, তাঁরাই এখন রাজ্যপালকে শেখাচ্ছেন। এটাই তো অন্ধেরিনগরের নমুনা। এটাই তো জঙ্গলরাজ। আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জবাব দেবে বাংলার মানুষ। তখনই তিনি বুঝতে পারবেন, তাঁর ক্ষমতার সীমাটা কতদূর!

আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে মমতার

আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে মমতার

কৈলাশের অভিযোগ, আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে ভয় তৈরি হয়েছে। তাই তিনি প্রতিদিন তাঁর সরকারের কর্মকর্তাদের বকাবকি শুরু করেছেন। নির্বাচনে জয় লাভ করতে কোটি টাকা খরচ করে একজন পরামর্শদাতা নিয়োগ করেছেন। এসব থেকেই বোঝা যাচ্ছে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

English summary
BJP observer Kailash Vijayvargiya takes on Mamata Banerjee’s Bengal as Andherinagar. He says Bengal now is Andherinagar in reign of Mamata Banerjee,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X