For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অষ্টম স্থান অধিকার করে উচ্ছসিত প্রেরণা-জুমানারা

এবছরের মাধ্যমিকের মেধা তালিকায় আবারও দাপট দেখিয়ে দিল মেয়েরা। এবারের মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন চন্দননগরের প্রেরণা মন্ডল ও বংশীহারির জুমানা নার্গিস।

  • |
Google Oneindia Bengali News

এবছরের মাধ্যমিকের মেধা তালিকায় আবারও দাপট দেখিয়ে দিল মেয়েরা। এবারের মাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছেন চন্দননগরের প্রেরণা মন্ডল ও বংশীহারির জুমানা নার্গিস। দুই মেধাবী ছাত্রী এই সাফল্যে স্বভাবতই খুব খুশি।

অষ্টম স্থানে অধিকার করে উচ্ছসিত প্রেরণা-জুমানারা

চন্দননগরের কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী প্রেরণা। তাঁর প্রাপ্ত নম্বর, ৬৮২ । কোন ও রকম গৃহ শিক্ষকের সাহায্য ছাড়াও এই নম্বর অর্জন করেছে প্রেরণা। প্রেরণার বাবা পেশায় সরকারী কর্মী। কর্মসূত্রে তাঁর মাও প্রেরণার কাছে থাকতে পারতেন না। ফলে বাবা অফিস থেকে ফিরে প্রেরণার পড়াশোনা নিয়ে বসতেন। আগামীদিনে ডাক্তার কিম্বা অধ্যাপক হতে চান প্রেরণা। মেয়ের সাফল্যে অভিভূত প্রেরণার বাবা।

[আরও পড়ুন:ষষ্ঠ স্থানাধিকারী নিধির পছন্দ ক্রিকেট! প্রিয় ক্রিকেটারটি কে জানেন ][আরও পড়ুন:ষষ্ঠ স্থানাধিকারী নিধির পছন্দ ক্রিকেট! প্রিয় ক্রিকেটারটি কে জানেন ]

এদিকে, উচ্ছাসের ছবিটা একই রকম চন্দননগর থেকে বহুদূরের বংশীহারিতে। সেখানের বংশীহারি হাইস্কুলের ছাত্রী জুমানা নার্জিস প্ররণার মতোই অধিকার করেছেন অষ্টম স্থানে। ফলাফাল স্বভাবতই খুশি জুমানা। তিনি জানিয়েছেন এতটা ভালো ফল আশা তিনি করেননি। জুমানা জানিয়েছেন, শিক্ষকদের পাশাপশি তাঁকে সাহায্য করেছেন তাঁর বাবা মাও। সব মিলিয়ে আজ খুবই খুশি জুমানা-প্রেরণারা।

[আরও পড়ুন: মাধ্যমিকে সেরা কোচবিহারের সঞ্জীবনী, মেধাতালিকায় আর কে কোথায়, একনজরে দেখে নিন ][আরও পড়ুন: মাধ্যমিকে সেরা কোচবিহারের সঞ্জীবনী, মেধাতালিকায় আর কে কোথায়, একনজরে দেখে নিন ]

English summary
Jamuna and prerana ranked in madhyamik, know their reaction
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X