For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙড়ের রাজনৈতিক অঙ্কে কি ছাপ ফেলল নির্দলরা! বিজয়ীদের সম্পর্কে কিছু তথ্য

ধৃত তৃণমূল নেতা আরাবুলের খাসতালুক ভাঙড়ে নির্দল প্রার্থীদের ৮ জনের মনোনয়ন হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাঁদের মধ্য়ে থেকে বিজয়ী হয়েছেন ৫ জন।

  • |
Google Oneindia Bengali News

ধৃত তৃণমূল নেতা আরাবুলের খাসতালুক ভাঙড়ে নির্দল প্রার্থীদের ৮ জনের মনোনয়ন হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তাঁদের মধ্য়ে থেকে বিজয়ী হয়েছেন ৫ জন। ফলে রাজ্য রাজনীতির আঙিনাতে প্রথমবার হোয়াট্সঅ্যাপ মনোনয়নকে ঘিরে উঠে এল এক নয়া অধ্য়ায়। উল্লেখ্য, হাইকোর্টে দ্বারস্থ হওয়ার পরই এঁদের মনোনয়ন স্বীকৃতি পায়।

ভাঙড়ের রাজনৈতিক অঙ্কে কি ছাপ ফেলল নির্দলরা! বিজয়ীদের সম্পর্কে কিছু তথ্য

ভাঙড়ের পোলেরহাট-২ গ্রাম পঞ্চায়েতের ৫টি আসনে জয় পেলেন নির্দল প্রার্থীরা। তবে, পোলেরহাটগ্রাম পঞ্চায়েত ২ এখনও দকলে রেখেছে তৃণমূল শিবির। উল্লেখ্য, এই কেন্দ্রে ২ টি গ্রাম পঞ্চায়েত। যার মোট আসন ১৬টি। এরমধ্যে ৮ টি আসনে কোনও নির্বাচন হয়নি। সেই আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে শাসকদল। বাকি ৫ টি আসনে জয় কার্যত ছিনিয়ে নিয়েছে নির্দলরা। বাদবাদি ৩ টি আসন তৃণমূল প্রর্থীদের।

ভাঙড়ের রাজনৈতিক অঙ্কে কি ছাপ ফেলল নির্দলরা! বিজয়ীদের সম্পর্কে কিছু তথ্য

ভাঙড়ের রাজনৈতিক অঙ্কে কি ছাপ ফেলল নির্দলরা! বিজয়ীদের সম্পর্কে কিছু তথ্য

ভাঙড়ের রাজনৈতিক অঙ্কে কি ছাপ ফেলল নির্দলরা! বিজয়ীদের সম্পর্কে কিছু তথ্য

[আরও পড়ুন:ব্যালট বক্স খুলতেই চক্ষু চড়ক গাছ!প্রদত্ত ভোটের তুলনায় অনেক বেশি ব্যালট][আরও পড়ুন:ব্যালট বক্স খুলতেই চক্ষু চড়ক গাছ!প্রদত্ত ভোটের তুলনায় অনেক বেশি ব্যালট]

ভাঙড়ে, জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির নামের ব্যানারের আওতায় যে নির্দলীয়রা জিতেছেন তাঁরা হলেন, ফরিদ উদ্দিন মোল্লা,আজিজুল মোল্লা,ইসরাফিল মোল্লা,জাহানারা বিবি,সালেয়ারা বিবি। প্রসঙ্গত, এদিন ভাঙড়ে ভোট গণনার সকাল থেকেই চরম আতঙ্ক ও ভয়ের পরিস্থিতিতে এই নির্দলীয়রা গণনাকেন্দ্রে আসেননি। এদিকে, এই নির্দল প্রার্থীদের বিরুদ্ধে মাওবাদীয়ের যোগের অভিযোগ তোলে তৃণমূল।

[আরও পড়ুন:তৃণমূল-বিজেপির জোর টক্কর দুই জেলায়, পঞ্চায়েত ফলেই বেজে গেল লোকসভার দামামা][আরও পড়ুন:তৃণমূল-বিজেপির জোর টক্কর দুই জেলায়, পঞ্চায়েত ফলেই বেজে গেল লোকসভার দামামা]

English summary
here are the details of Independent Candidates Who won From Bangor in West Bengal Panchayat Election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X