For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বনগাঁ লোকালে সবজির ব্যাগ থেকে ৯৬ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার

  • |
Google Oneindia Bengali News

বনগাঁ লোকালে সবজির ব্যাগ থেকে ৯৬ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া 96 লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করেছে ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)।

বনগাঁ লোকালে সবজির ব্যাগে ৯৬ লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার

পুলিশ জানিয়েছে, যে ৯৬ লক্ষ টাকার যে সোনা বাজেয়াপ্ত হয়েছে, তা বাংলাদেশ থেকে পাচার হচ্ছিল। কলকাতায় বৌবাজারে নিয়ে যাবার কথা ছিল বলে স্বীকার করেছে পাচারকারী। তবে কার কাছে এই বিপুল পরিমাণে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার সকালে শিয়ালদহগামী বনগাঁ লোকালে সবজির ব্যাগে লুকিয়ে পাচার করা হচ্ছিলো সোনা। সন্দেহবশত নিত্যযাত্রীরা খবর দেয় জিআরপিকে। সেই সূত্র মতই জিয়ার পিএসএ ব্যাগ থেকে উদ্ধার করে সোনার বিস্কুট গুলি দেখে হতবাক সকলেই। তাঁদের গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগনায় এভাবে লুকিয়ে চুরিয়ে সোনা পাচার নতুন নয়। এর আগেও বসিরহাট বনগাঁ বারাসাত উত্তর ২৪ পরগনার একাধিক জায়গা থেকে লক্ষাধিক টাকার সোনা উদ্ধার করে পুলিশ। কখনও বাসের মধ্যে থেকে বস্তা শুদ্ধ সোনা উদ্ধার হয় বসিরহাটে, কখনো অটোর ডিকি থেকে উদ্ধার হয় সোনা, কখনওবা আনাজের ব্যাগে, কখনও গাড়ির তেলের পাইপে, কখনও ইঞ্জিনের মধ্যে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা করা হয়েছে। আর এবার ট্রেনের মধ্যের সবজির ব্যাগ থেকে কয়েক লক্ষ টাকার সবজি ব্যাগ থেকে উদ্ধার হল সোনা।

English summary
Gold biscuit worth rs 96 lac recovered from Bangaon local
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X