For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দাউদাউ আগুনে জ্বলছে শুশুনিয়া পাহাড় ও জঙ্গল! লকডাউনের মধ্যেই বিপন্ন জীবকুল

দাউদাউ আগুনে জ্বলছে শুশুনিয়া পাহাড় ও জঙ্গল! লকডাউনের মধ্যেই বিপন্ন জীবকুল

  • |
Google Oneindia Bengali News

লকডাউনের মধ্যেই বাঁকুড়ার শুশুনিয়ার জঙ্গলে ছড়িয়ে পড়ল আগুন। মঙ্গলবার রাত থেকেই লেলিহান আগুনে জ্বলছে শুশুনিয়া পাহাড় ও তার সন্নিবিষ্ট জঙ্গল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও জমে থাকা শুকনো পাতার কারণে আগুন ছড়িয়ে পড়ছে মুহূর্তে। দমকল হিমশিম খাচ্ছে আগুন নেভা্তে।

বাঁকুড়ার শুশুনিয়ার জঙ্গলে আগুন

বাঁকুড়ার শুশুনিয়ার জঙ্গলে আগুন

বাঁকুড়ার শুশুনিয়ার জঙ্গলে আগুন লাগে ৩ এপ্রিল। আগুনের লেলিহান শিখা ক্রমশ ছড়িয়ে পড়েছিল জঙ্গলে। পরদিন ৪ এপ্রিল আগুন নিয়ন্ত্রণে এলেও তা সম্পূর্ণ নেভানো যায়নি। মঙ্গলবার রাত থেকেই আগুন ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। বর্তমানে তা আয়ত্ত্বের বাইরে চলে যেতে বসেছে।

আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রাও

আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রাও

মঙ্গলবার রাতে আগুন দেখেই স্থানীয়রা খবর দেয় ছাতনা থানায়। খবর যায় দমকলে। প্রশাসনের তরফে চটজলদি ব্যবস্থা নেওয়া হয় আগুনকে নিয়ন্ত্রণে আনতে। দমকলের পাশাপাশি স্থানীয়রাও হাত লাগিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে। হাত লাগিয়েছেন বনকর্মীরাও। এই আগুনের প্রকোপে যাতে জনজীবন বিপর্যস্ত না হয় তার চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

জঙ্গলকে বাঁচাতে তৎপরতা

জঙ্গলকে বাঁচাতে তৎপরতা

করোনার সংক্রমণ আটকাতে দেশজুড়ে লকডাউন চলছে। তার মধ্যে এই আগুন বিপত্তি বাড়িয়েছে পাহাড় ও জঙ্গলে। কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে আকাশ। জঙ্গে পশু-পক্ষীদের জীবনও বিপন্ন। সবাই তটস্থ কী করে্ জঙ্গলকে বাঁচানো যায়! যত শীঘ্র সম্ভব আগুন নিভিয়ে স্বাভাবিক করে তুলতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মীরা।

আগুনের লাগার কারণ অনুসন্ধান

আগুনের লাগার কারণ অনুসন্ধান

টকী করে আগুন লাগল। সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এটা কি নিছকই দাবানলের ঘটনা। নাকি কারও অসতর্কতায় ঘটে গেল এত বড় অগ্নিকাণ্ড তা জানার চেষ্টা চালানো হচ্ছে। দমকলের তরফে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার পর এই আগুনের কারমে ও উৎস নিয়ে তদন্ত চালানো হবে।

English summary
Fire caught in Susunia hill and forest in bankura of West Bengal. Fire Brigade workers work to control the fire
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X