For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যে 'উপহার' মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের! পেনশন নিয়ে বড়সড় নির্দেশিকা জারি

সামনেই উৎসবের মরশুম। আর উৎসবের মরশুম শুরু হতেই বড়সড় স্বস্তির খবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত কয়েকদিন আগে নতুন করে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার।

  • |
Google Oneindia Bengali News

সামনেই উৎসবের মরশুম। আর উৎসবের মরশুম শুরু হতেই বড়সড় স্বস্তির খবর শোনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। গত কয়েকদিন আগে নতুন করে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছে সরকার।

যদিও অন্যান্য রাজ্যে যেখানে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীরা বেতন পেয়ে থাকে সেখানে এই রাজ্যে কিছুটা হলেও কম পাচ্ছেন এই রাজ্যের কর্মীরা।

আর এতে ক্ষুব্ধ রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কিন্তু সামনেই উৎসবের মরশুম। আর এই মরশুমের আগে পেনশন নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানাল নবান্ন।

পারিবারিক পেনশন বাড়াল সরকার

পারিবারিক পেনশন বাড়াল সরকার

দীর্ঘদিন ধরে পেনশন বৃদ্ধি নিয়ে একটা ক্ষোভ ছিল। দেরিতে হলেও অবশেষে পারিবারিক পেনশন নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি। আজ বৃহস্পতিবার নবান্নের তরফে এই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে।

আগামী মাস থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। মনে করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে উপকৃত হবেন রাজ্যের কয়েক লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীরা। নয়া এই সিদ্ধান্তে এক ধাক্কায় অনেকটাই বেড়েছে পারিবারিক এই পেনশন।

 ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এর আগে একাধিকবার বৈঠক হয়। আর সেদিকে তাকিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নবান্ন সূত্রের খবর পারিবারিক পেনশনের উর্ধ্বসীমা ছিল আগে মাত্র ৩৬০০ টাকা। অর্থাৎ সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁদের স্ত্রী বা সন্তান সর্বাধিক ৩৬০০ টাকা পর্যন্ত পেনশন পেত।

এ বার সেই উর্ধ্বসীমা বাড়িয়ে করা হল ৯,০০০ টাকা। পারিবারিক এই পেনশন নিয়ে এর আগে একটা ক্ষোভ ছিল অবসরপ্রাপ্ত কর্মীদের মধ্যে। কিন্তু এই সিদ্ধান্তে খুশি রাজ্যের অবসরপ্রাপ্ত কর্মীরা।

নির্দেশ কার্যকর

নির্দেশ কার্যকর

নবান্নের তরফে ইতিমধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে নয়া এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। অর্থ দফতরের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, এবার অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারের ভবিষ্যৎ এতে সুরক্ষিত থাকবে।

তবে পারিবারিক পেনশন পাওয়ার ক্ষেত্রে বাকি সব শর্ত থাকছে আগের মতোই থাকছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে অনেক ক্ষেত্রে সরকারি কাজে গতি এসেছে। কর্মী অবসর পাওয়ার আগে থেকেই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যায়। সমস্ত প্রাপ্য দ্রুত মিটিয়ে দেওয়া হয়।

অবসরপ্রাপ্ত কর্মীদের বেড়েছে পেনশন

অবসরপ্রাপ্ত কর্মীদের বেড়েছে পেনশন

গত বছরখানেক রাজ্যে অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের পেনশন বৃদ্ধি করা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই পেনশন বৃদ্ধি করা হয়। সরাসরি রাজ্য সরকার, পুরসভা, পঞ্চায়েত, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি মিলিয়ে রাজ্যে পেনশনভোগীর সংখ্যা আনুমানিক ৭ লক্ষের কিছু বেশি। কমিশনের সুপারিশ অনুযায়ী এই পেনশন বাড়ানো হয়। এবার পারিবারিক পেনশন বৃদ্ধি করা নিয়েও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Family pension increased for family of state government employees family, now upto 9000
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X