For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘অনেক তো টাকা করেছেন, আমাদের কিছু ছাড়ুন’- হুমকি চিঠি তৃণমূল-বিজেপি নেতাদের

পাঁচ লক্ষ টাকার দাবিতে হুমকি চিঠি এল বাড়ির ঠিকানায়। একই চিঠি দুই নেতার কাছে। একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আর অন্যজন বিজেপির জেলা সভাপতি।

  • |
Google Oneindia Bengali News

পাঁচ লক্ষ টাকার দাবিতে হুমকি চিঠি এল বাড়ির ঠিকানায়। একই চিঠি দুই নেতার কাছে। একজন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। আর অন্যজন বিজেপির জেলা সভাপতি। শনিবার দুপুরের ডাকে এই চিঠি পাওয়ার পর স্বভাবতই আতঙ্কিত শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য ও বিজেপির দার্জিলিং জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল।

পাঁচ লক্ষ টাকা চেয়ে হুমকি চিঠি তৃণমূল-বিজেপি নেতাদের

ডাকযোগে এই চিঠির প্রেরক রাজেশ কুমার নামে এক ব্যক্তি। বাংলা ভাষায় ইংরেজি হরফে এই চিঠি লেখা হয়েছে। পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়েছে দু-জনের কাছে। এবং টাকা পাঠানোর জন্য আইসিআইসিআই ও ভারতীয় স্টেট ব্যাঙ্কের দুটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে সুরেন্দ্র কুমারের নামে। এই চিঠি পাওয়ার পর রুদ্রনাথবাবু প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

হুমকি চিঠিতে লেখা হয়েছে- 'অনেক তো টাকা-পয়সা করেছেন। এবার আমাদের কিছু ছাড়ুন। দুদিনের মধ্যে টাকা না দিলে আপনাদের বাড়ির কোনও সদস্যকে অপহরণ করব বা ক্ষতি করব। পুলিশকে জানিয়ে কোনও লাভ নেই। আপনাদের নজরে রেখেছি। আমাদের ফাঁসাতে চাইলে দেখে ছাড়বো। ভালো চান তো টাকা দিন, নাহলে খুন করে দেব।'

শুধু তৃণমূলের প্রাক্তন বিধায়কের নামেই নয়, একই চিঠি দেওয়া হয়েছে বিজেপির জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালকেও। দুপুর দেড়টা নাগাদ এই চিঠি আসে রুদ্রনাথবাবুর কাছে ও প্রবীণবাবুর বাড়ির ঠিকানায় চিঠি আসে বিকেলে। উপরে প্রেরকের নাম লেখা ছিল না। ঠিকানাও ছিল না। পোস্টম্যান চিঠি ধরিয়ে চলে যাওয়ার পর সেই চিঠি খুলেই তাজ্জব প্রাক্তন বিধায়ক ও বিজেপি জেলা সভাপতি। কোথা থেকে চিঠি এসেছে জানা যায়নি। তবে চিঠিতে উল্লেখ থাকা দুজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

English summary
EX TMC MLA and district president of BJP get threaten letter by post. Five lacs amount is demanded in this letter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X