For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা বিধায়ক অবনী মোহন জোয়ারদার

প্রয়াত তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা বিধায়ক অবনী মোহন জোয়ারদার

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক অবনী মোহন জোয়ারদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

প্রয়াত তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা বিধায়ক অবনী মোহন জোয়ারদার

অবনীমোহনবাবুর পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। শুক্রবার ভোর ৪টে ৩৫ নাগাদ কলকাতার বাড়িতেই মৃত্যু হয় তৃণমূল বিধায়কের। উল্লেখ্য, ২০১১ সালে তিনি প্রথমবার তৃণমূলের বিধায়ক হন। এরপর ফের ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর-উত্তর কেন্দ্র থেকে জয়ী হন। সেবারই তৃণমূল নেত্রী তাঁকে কারামন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন।

তবে মাত্র দেড় বছরের মধ্যেই তাঁকে মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দিয়েছিলেন। অবনীমোহন জোয়ারদার একসময় রাজ্যের পুলিশকর্তা ছিলেন। পরে কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পরই রাজনীতির জগতে প্রবেশ করেন। তৃণমূল নেত্রীর সান্নিধ্যে আসার পরই তাঁকে বিধানসভার টিকিট দিয়েছিলেন তিনি। কলকাতায় বাড়ি হলেও কৃষ্ণনগরের উকিলপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তিনি। সেখান থেকেই কৃষ্ণনগর-উত্তর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক কর্মকাণ্ড সামলাতেন বলে জানা গিয়েছে। এদিন তাঁর মৃত্যুর খবর কৃষ্ণনগরে পৌঁছাতেই শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের শাসকদলের শীর্ষনেতারা।

করোনার ধাক্কায় মুরগী দামী, পাঁঠা সস্তার দিকে! চাহিদার জেরে কীসের দাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুনকরোনার ধাক্কায় মুরগী দামী, পাঁঠা সস্তার দিকে! চাহিদার জেরে কীসের দাম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন

English summary
EX MLA and TMC leader Abani Mohan Joardar passed away
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X