For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে 'শত্রু সম্পত্তি' বিক্রির কাজ শুরুর পথে কেন্দ্র! নজরে মালদা-মুর্শিদাবাদ

বাংলার বুকে এবার বড়সড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। প্রায় ২,৭৬৪ টি সম্পত্তি বিক্রির কাজ শুরু করতে চলেছে মোদী সরকার।

  • |
Google Oneindia Bengali News

বাংলার বুকে এবার বড়সড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে কেন্দ্র। প্রায় ২,৭৬৪ টি সম্পত্তি বিক্রির কাজ শুরু করতে চলেছে মোদী সরকার। ইতিমধ্যেই কোন কোন সম্পত্তি বিক্রি হবে , তা নিয়ে তালিকা গঠন করতে শুরু করেছে 'শত্রু সম্পত্তি' র দফতর। একনজরে দেখে নেওয়া যাক গোটা পরিস্থিতি।

' শত্রু সম্পত্তি' আসলে কী?

' শত্রু সম্পত্তি' আসলে কী?

'শত্রু সম্পত্তি' বলতে বোঝায় সেই সমস্ত সম্পত্তি যা দেশভাগের সম. , যাঁরা দেশ ছেড়ে চলে গিয়েছেন অন্যদেশে তাঁদের পড়ে থাকা সম্পত্তি। আরও বিস্তারিতভাবে বললে বলা যায়, ১৯৬৫ সালে ও ১৯৭১ এর যুদ্ধে যাঁরা ভারত ছেড়ে তৎকালীন 'পাকিস্তান'মুখী হয়েছিলেন তাঁদের সম্পত্তি যেমন এই তালিকার আওতায় থাকবে, তেমনই ১৯৬২ সালের ভারত-চিনের যুদ্ধের সময় যাঁরা ভারত ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন তাঁদের সম্পত্তিও এই তালিকায় থাকবে।

শত্রুর সম্পত্তি নিয়ে কেন্দ্রের অবস্থান

শত্রুর সম্পত্তি নিয়ে কেন্দ্রের অবস্থান

১৯৬৮ এনিমি প্রপার্টি অ্যাক্ট -এ সংশোধনী আনা হয়েছে ২০১৭ সালে। ওই একই বছরে ১৯৭১ সালের পাবলিক প্রেমিসেস সংক্রান্ত অ্যাক্টেও সংশোধনী আনা হয়। সেই সময় মোদী সরকারের তত্ত্বাবধানে সিদ্ধন্ত গৃহিত হয় যে ,১৯৬২, ১৯৬৫, ১৯৭১ সালে যাঁরা দেশ ছেড়ে চলে গিয়েছেন, তাঁদের স্থাবর সম্পত্তিতে কোনও অধিকার আর তাঁরা ফলাতে পারবেন না। এই সম্পত্তি 'শত্রুর সম্পত্তি' হিসাবে বিবেচিত হবে।

অমিত শাহের পদক্ষেপ

অমিত শাহের পদক্ষেপ

২০১৯ সালের লোকসভা ভোটে জয় লাভ করে স্বরাষ্ট্রমন্ত্রকের মসনদে বসেন অমিত শাহ। অমিত শাহ এই মসনদ দখল করতেই কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তি সহ একাধিক পদক্ষেপ নেন। এরপর তিনি একটি প্যানেল গঠন করেন। যে প্যানেলকে দেশের ৯,৪০০ টি শত্রু সম্পত্তি বিক্রির দায়িত্ব দেওয়া হয়। মনে করা হচ্ছে, এই বিক্রি থেকে ১ কোটি টাকা আয় হবে ।

সম্পত্তি ঘিরে পদক্ষেপ

সম্পত্তি ঘিরে পদক্ষেপ

জানা গিয়েছে এই শত্রু সম্পত্তি বিক্রির ক্ষেত্রে পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে বাংলা থেকে। আর তার শুরুতেই যে সম্পত্তি ঘিরে কোনও আইনি জটিসলতা নেই সেই সমস্ত সম্পত্তির দিকেই বিক্রির বিষয়ে এগিয়ে যাবে সংশ্লিষ্ট দফতর। প্রসঙ্গত, কেন্দ্রের রিপোর্ট বলছে, এমন বহু সম্পত্তিতে গ্রাস বসিয়েছে কর্পোরেট হাউস । আবার বহু জায়গায় এমন সম্পত্তিতে ভাড়াও বসিয়ে দেওয়া হয়েছে।

নজরে মালদা ,মুর্শিদাবাদ

নজরে মালদা ,মুর্শিদাবাদ

জানা গিয়েছে, দেশ ছেড়ে যাঁরা ভিন দেশে গিয়েছিলেন যুদ্ধের সময়, তাঁদের মধ্যে অনেকেরই ভিটে-মাাটি ছিল মালদা ও মুর্শিদাবাদ। কেন্দ্রের রিপোর্ট বলছে, বাংলায় এখানেই সবচেয়ে বেশি 'শ্ক্র সম্পত্তি' রয়েছে। প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকটি শত্রু সম্পত্তি রাজ্যসরকারকে কেন্দ্র দিয়েছিল জনতার পরিষেবায় তা ব্যবহার করতে।

প্রতীকী ছবি

English summary
Enemy Properties in Bengal to be Auctioned bY Centre.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X