For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেকের উপর নজরদারি চালাতে হবে! দুবাই সরকারের কাছে আবেদন ইডি'র

শুক্রবারই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সমস্ত তথ্যও জমা দিয়েছেন তিনি। দুবাইয়ের কোন হোটেলে থাকছেন, কোথায় চোখ দেখাবেন সমস্ত তথ্য ই-মেল করে ইডির অফিসে পাঠিয়ে দিয়েছেন অভিষেক। কিন্তু তাঁর এই সফর নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে কে

  • |
Google Oneindia Bengali News

চোখ দেখাতে দুবাই উড়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সমস্ত তথ্যও জমা দিয়েছেন তিনি। দুবাইয়ের কোন হোটেলে থাকছেন, কোথায় চোখ দেখাবেন সমস্ত তথ্য ই-মেল করে ইডির অফিসে পাঠিয়ে দিয়েছেন অভিষেক।

কিন্তু তাঁর এই সফর নিয়ে বেশ কিছু প্রশ্ন রয়েছে কেন্দ্রীয় তদন্তকারীদের। আর তাই এবার কি বিদেশেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের উপর নজরদারি চালাবে তদন্তকারীরা? উঠছে প্রশ্ন।

দুবাই সরকারকে চিঠি ইডি

দুবাই সরকারকে চিঠি ইডি

শুক্রবারই দুবাই গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিয়েছেন স্ত্রী রুজিরাও। আর এরপরেই দুবাই সরকারকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে চিঠি দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে এই আবেদন করা হয়েছে বলে জানা যাচ্ছে। যেখানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের উপর নজরদারি চালানোর কথা বলা হয়েছে। দুবাইতে অভিষেক কোথায় যাচ্ছেন কি করছেন সমস্ত কিছু নজরদারি করার কথাও ওই চিঠিতে বলা হয়েছে বলে খবর।

চোখের ডাক্তার দেখাতে গিয়েছেন

চোখের ডাক্তার দেখাতে গিয়েছেন

গত কয়েকবছর আগে একটি দুর্ঘটনাতে বড়সড় চোখে আঘাত লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর সেই চিকিৎসা কয়েক বছর ধরেই চলছে। এবারও সেই চিকিৎসা করতে অভিষেকের বিদেশ সফর। তবে এই সফরে অন্য গন্ধ পাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেই কারণে এই সফরে নিষেধাজ্ঞা দেয় ইডি। যদিও পরবর্তীকালে এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেখানে যদিও তাঁকে বিদেশযাত্রায় ছাড়পড় দেয় কলকাতা হাইকোর্ট।

কেন আশঙ্কা ইডির

কেন আশঙ্কা ইডির

এই মুহূর্তে দুবাইতেই রয়েছেন কয়লা পাচারের অন্যতম বিনয় মিশ্র। প্রায় ৭৩০কোটি টাকা দুর্নীতিতে যুক্ত ওই ব্যক্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুবাই গিয়ে বিনয় মিশ্রর সঙ্গে দেখা করতে পারেন। আদালতে ইতিমধ্যে এই বিষয়ে আশঙ্কার কথাও জানিয়েছে ইডির আধিকারিকরা। কিন্তু দুবাইতে আছেন বিনয় মিশ্র তা জানার পরেও কেন গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে পালটা প্রশ্ন তোলে হাইকোর্ট। যদিও তদন্তকারীরা জানান, রেড কর্নার নোটিশ জারি হয়েছে। সরকারও সবরকম ভাবে চেষ্টা করছে।

কি বলছে ইডি?

কি বলছে ইডি?

ইডি দুবাই সরকারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিস্তারিত তথ্য জানিয়েছে। এমনকি অভিষেক ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাই সফর সম্পর্কিত যাবতীয় তথ্যও দুবাই সরকারকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি কয়লা পাচার-কাণ্ডে যে অভিষেককে জেরা করা হয়েছে সেটিও জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে ইডির এহেন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ তৃণমূলের। দাবি, মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে।

English summary
ED requests Dubai govt to keep eye on Abhishek Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X