For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকিট না থাকায় জরিমানা দেওয়া সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সপাটে থাপ্পড় টিকিট পরীক্ষকের

টিকিট না থাকায় জরিমানা দেওয়া সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সপাটে চড় মারলেন এক টিকিট পরীক্ষক। ওই তরুণীর এক সঙ্গীকেও মারধর করা হয় বলে অভিযোগ।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ ডিসেম্বর : টিকিট না থাকায় জরিমানা দেওয়া সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সপাটে চড় মারলেন এক টিকিট পরীক্ষক। ওই তরুণীর এক সঙ্গীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দমদম স্টেশনে। টিকিট পরীক্ষককে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখান যাত্রীরা। তুলকালাম কাণ্ড ঘটে যায় স্টেশন চত্বরে।

এদিন দুই তরুণ ও দুই তরুণী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছিলেন। তাঁরা টিকিট পরীক্ষকের হাতে ধরা পড়ে পরিষ্কার বলেন, তাঁদের ট্রেন ধরার তাড়া থাকায় টিকিট কাটতে পারেননি। তাঁরা জানেন বিনা টিকিটে ভ্রমণ করা অপরাধ। তাই তাঁরা জরিমানা দিতে রাজি। সেইমতো ২৫০ টাকা ফাইন দেন ওই চার তরুণ-তরুণী।
কিন্তু জরিমানা দেওয়া সত্ত্বেও তাঁদের সঙ্গে বচসা চালিয়ে যেত থাকেন টিকিট পরীক্ষক। এক তরুণকে মারধর করা হয় বলে অভিযোগ। তখন এক তরুণী প্রতিবাদ করেন।

টিকিট না থাকায় জরিমানা দেওয়া সত্ত্বেও ট্রেন থেকে নামিয়ে তরুণীকে সপাটে থাপ্পড় টিকিট পরীক্ষকের

তিনি বলেন, আমরা তো জরিমানা দিয়েছি বিনা টিকিটে যাত্রা করার কারণে। তাহলে কেন অযথা মারধর করা হচ্ছে। তখন ওই টিকিট পরীক্ষক ছাত্রীকে থাপ্পড় মারেন। এরপরই অন্যান্য যাত্রীরা ছুটে আসেন। টিকিট পরীক্ষক তরুণীর গায়ে হাত তোলায় তারা প্রতিবাদে সামিল হন।

টিকিট পরীক্ষককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। তাকে জিআরপির হাতে তুলে দেওয়া হয়। চার তরুণ-তরুণীর পক্ষ থেকে দমদম জিআরপি-তে অভিযোগ জানানো হয়। তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

English summary
Despite the fine in absence of ticket a women was slapped by the train ticket examiner at DumDum station
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X