For Quick Alerts
For Daily Alerts
মহাত্মা গান্ধী-নেতাজিও জেলে গিয়েছিলেন, কর্মীদের চাঙ্গা করতে টোটকা মদনের

সারদা-কাণ্ডে সিবিআই জেরার মুখোমুখি হতে শুক্রবার সকাল এগারোটায় সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন মদন মিত্র। তার আগে বৃহস্পতিবার রাতে মুষড়ে পড়া চ্যালাদের চাঙ্গা করতে শোনান অমোঘ বাণী। তিনি বলেছেন, "আরে ভয় পাচ্ছিস কেন তোরা? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু এঁদের কথা ভেবে দ্যাখ! এঁরাও তো জেলে গিয়েছিলেন। জেলের কথা শুনে অত ভয় পেলে চলবে না।"
মদনবাবুর এই কথায় বিরোধীরা বেজায় হাসাহাসি শুরু করলেও তিনি বিন্দুমাত্র সঙ্কুচিত নন। আর দাদার কথা শুনে তাঁর অনুগামীরা এ দিন সকাল থেকেই ভিড় জমিয়েছেন সল্ট লেকে সিবিআই অফিসের সামনে। ঠিক হয়েছে, জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়ে দিলে সিবিআই অফিসের সামনে থেকে মালা পরিয়ে মদনবাবুকে গাড়িতে চাপিয়ে ভবানীপুর এনে সংবর্ধনা দেবে অনুগামীরা। আর গ্রেফতার হলে সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হবে কলকাতার বিভিন্ন জায়গায়।