For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপের মেয়াদ শেষ! বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হতে চলেছেন, জল্পনা তুঙ্গে

বঙ্গ বিজেপির সভাপতি পদে বসবেন কে। উত্তর জানতে অপেক্ষা করতে হবে ৯ জানুয়ারি পর্যন্ত। দিলীপ ঘোষের বর্ধিত মেয়াদ শেষ হতে চলেছে। নতুন বছরের প্রথম মাসের দ্বিতীয় সপ্তাহতেই সভাপতি নির্বাচন।

Google Oneindia Bengali News

বঙ্গ বিজেপির সভাপতি পদে বসবেন কে। উত্তর জানতে অপেক্ষা করতে হবে ৯ জানুয়ারি পর্যন্ত। দিলীপ ঘোষের বর্ধিত মেয়াদ শেষ হতে চলেছে। নতুন বছরের প্রথম মাসের দ্বিতীয় সপ্তাহতেই সভাপতি নির্বাচন। সেইসঙ্গে হবে বেশ কিছু রদবদলও। কিন্তু সভাপতি হবেন কে, তা নিয়েই চর্চা তুঙ্গে উঠেছে। আলোচনা চলছে দিলীপই এই পদে থাকছেন কি না, তা নিয়েও।

ফের কি দিলীপ ঘোষই!

ফের কি দিলীপ ঘোষই!

রাজনৈতিক মহলে জল্পনায় উঠে এসেছে, বঙ্গ বিজেপির সভাপতি পদে আরও একবার বসতে চলেছেন দিলীপ ঘোষই। এই মুহূর্তে কোনও বিকল্প নাম সেভাবে উঠে আসছে না। মোদী ঘনিষ্ঠ এক নেতা নাম মাঝেমধ্যে উঠে আসছে ঠিকই, কিন্তু তিনি এতটাই দিল্লিকেন্দ্রিক যে বিজেপির শীর্ষ নেতৃত্বের তাতে সায় নেই।

কেন দিলীপ ঘোষ এগিয়ে

কেন দিলীপ ঘোষ এগিয়ে

আর তার থেকেও বড় কথা, লোকসভা ভোটের পর যে মোমেন্টাম তৈরি হয়েছিল, তা নষ্ট হয়ে যেতে পারে দিলীপ ঘোষের পরিবর্ত হিসেবে কেউ এলে। তাই দিলীপ ঘোষকেই সভাপতি রাখা হতে পারে অন্তত ২০২১ সাল পর্যন্ত। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত শীর্ষপদে কোনও পরিবর্তন চাইছে না বিজেপি।

পুরো তিন বছর নাকি বর্ধিত ২ বছর

পুরো তিন বছর নাকি বর্ধিত ২ বছর

আবার এমন আলোচনাও শোনা যাচ্ছে, দিলীপ ঘোষকে ফের পুরো তিন বছরের জন্য সবাপতি করা হতে পারে। তাহলে তাঁর মেয়াদ হবে ২০২২ সাল পর্যন্ত। তবে এ ক্ষেত্রেবাধ সাধতে পারে বিজেপির নিয়ম। একজন দুই মেয়াদকাল বা ছ-বছরের বেশি সভাপতি পদে থাকতে পারে না। সেক্ষেত্রে দিলীপ ঘোষের চার বছর হয়ে গিয়েছে বিজেপির সভাপতি পদে।

৯ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত

৯ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত

২০২০-র ৯ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব বাংলায় আসছেন। তিনি বৈঠক করবেন বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে। সেদিনই চূড়ান্ত হবে বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি। এই লড়াইয়ে এগিয়ে আছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষই। শুধু সিলমোহর পড়ার অপেক্ষা।

English summary
Dilip Ghosh or others who will be BJP’s next President in West Bengal. On 9 January a meeting will be conducted in state office,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X