For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় লেনিনের মূর্তি ধ্বংস! নরমে-গরমে প্রতিক্রিয়া মোদীর দলের রাজ্য সভাপতির

ধ্বংস করে বিচারধারাকে শেষ করা যায় না। এটা গণতন্ত্রের অঙ্গ নয়। ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

  • |
Google Oneindia Bengali News

ধ্বংস করে বিচারধারাকে শেষ করা যায় না। এটা গণতন্ত্রের অঙ্গ নয়। ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙা প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। অত্যাচারের বহিঃপ্রকাশ বলে মনে হলেও, এটা চলা উচিত নয় বলেও মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।

ত্রিপুরায় লেনিনের মূর্তি ধ্বংস! নরমে-গরমে প্রতিক্রিয়া মোদীর দলের রাজ্য সভাপতির

ত্রিপুরায় বিজেপির হামলা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মঙ্গলবার দিলীপ ঘোষ যথেষ্ট সতর্ক ছিলেন। লেনিনের মূর্তি ভাঙার ঘটনাকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলেও, তিনি বলে কোনও কিছু ধ্বংস করে বিচারধারাকে শেষ করা যায় না। একইসঙ্গে তিনি বলেন, ত্রিপুরায় লেনিনের মূর্তি ভাঙার কারণ আছে। ২৫ বছর ধরে মানুষ মুখ বুজে ভোট লুট, অত্যাচার সহ্য করেছিল। মূর্তি ভাঙার মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশ ঘটেছে। এটা চলা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

ত্রিপুরায় লেনিনের মূর্তি ধ্বংস! নরমে-গরমে প্রতিক্রিয়া মোদীর দলের রাজ্য সভাপতির

ত্রিপুরায় বাম শাসনে তাঁদের কর্মী-সমর্থকদের ওপর সিপিএমের হামলার বর্ণনাও দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ২৫ বছরে তাঁদের ৯ জন নেতা-কর্মীকে খুন করা হয়েছে। আরএসএস-এর চারজন কর্মকর্তাকে খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেও, কোনও ফল হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

তবে একইসঙ্গে দিলীপ ঘোষের আশ্বাস মানুষের এই ক্ষোভ নিজে থেকেই কমে যাবে।

English summary
Dilip Ghosh goes soft on the Tripura Lenin Statue demolition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X