For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দালাল দিয়ে পাহাড় কব্জা করতে চাইছেন মমতা, সমতলে নেমেই স্বমূর্তিতে দিলীপ

শুক্রবারই তিনি পাহাড় ছেড়ে সিকিম চলে গিয়েছিলেন। শনিবার সকালে পাহাড় থেকে নেমে উত্তর দিনাজপুরের ইসলামপুরে পাহাড় পরিস্থিতি নিয়ে চাঁছাছোলা ভাষায় বিঁধলেন মমতাকে।

  • |
Google Oneindia Bengali News

পাহাড় ছেড়ে সমতলে ফিরেই ফের স্বমূর্তি ধরলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাহাড়ে নিগ্রহের ঘটনা নিয়ে তৃণমূলকে একহাত নিলেন তিনি। তারই পাশাপাশি বিঁধতে ছাড়লেন না বিনয় তামাং-অনীত থাপাদের। নাম না করেই তিনি বলেন, 'দালালদের দিয়ে পাহাড় কব্জা করতে চাইছে তৃণমূল। কিন্তু দিদির সেই অভিসন্ধি পূর্ণ হবে না। পাহাড়ের মানুষই এই চক্রান্ত রুখে দেবেন।'

শুক্রবারই তিনি পাহাড় ছেড়ে সিকিম চলে গিয়েছিলেন। সেখানে দলীয় কর্মসূচি সেরে তিনি শনিবার সকালেই নেমে আসেন শিলিগুড়িতে। তারপর উত্তর দিনাজপুরের ইসলামপুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পাহাড় পরিস্থিতি নিয়ে চাঁছাছোলা ভাষায় তিনি বেঁধেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনকে।

দালাল দিয়ে পাহাড় দখলের পরিকল্পনা, তির দিলীপের

বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ করেন, 'তৃণমূল কংগ্রেস নেতারা ভয়ে পাহাড়ে উঠতে পারছেন না। আমিই প্রথম সমতল থেকে পাহাড়ে গিয়েছি। তাই এ বিষয়ে মানুষের নজর ঘোরানোর জন্য তৃণমূল এ ধরনের কাজ করছে।' তিনি মনে করিয়ে দেন, 'বিজেপিকে কেউ ভয় দেখিয়ে আটকাতে পারবে না। চমকিয়েও কোনও লাভ নেই। দিলীপ ঘোষকেও কেউ চমকাতে পারবে না। কিছু লোক পাহাড়ে অশান্তি চালাচ্ছে। ওরা দালালি করছে রাজ্যের শাসকদলের। আর রাজ্যের শাসদল ওইসব দালালদের দিয়ে পাহাড় কব্জা করতে চাইছে।'

দিলীপবাবু আরও বলেন, তৃণমূলের এখন কোনও কাজ নেই। শিক্ষকদের বেতন দিতে পারছে না। ডিএ দিতে পারছে না। মেলা, খেলা আর লীলা নিয়ে আছে। শুধু নিজেদের মধ্যে লুঠপাঠ চলছে দিদির দলে। নিজেদের মধ্যেই মারামারি করছেন তৃণমূল নেতা-কর্মীরা।

English summary
BJP state president Dilip Ghosh criticizes Mamata. Dilip says that Mamata Banerjee wants to occupy hill with the broker.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X