For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহিদ মিনারে অমিত শাহকে বরণ, তুলে দেওয়া হল শরণার্থীদের স্মৃতি বিজড়িত কালী ঠাকুরের ছবি

শহিদ মিনারে অমিত শাহকে বরণ, তুলে দেওয়া হল শরণার্থীদের স্মৃতি বিজড়িত কালী ঠাকুরের ছবি

  • |
Google Oneindia Bengali News

সামনেই সেমিফাইনাল। আর বছর ঘুরলে ফাইনাল। সেদিকে লক্ষ্য রেখেই এদিন শহিদ মিনারে সভা করেন অমিত শাহ। মূলত সিএএ পাশ করার জন্য অমিত শাহকে সংবর্ধনা দিতেই এদিনের সভার আয়োজন। এদিন শহিদ মিনারে বিশাল মালা দিয়ে স্বাগত জানানো হয় অমিত শাহকে। তার আগে অমিত শাহের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের ঢাকার রমনা কালীমন্দিরের কালী ঠাকুরের ছবি।

অমিত শাহকে ছবি দিয়ে বরণ

অমিত শাহকে ছবি দিয়ে বরণ

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঢাকার রমনা কালী মন্দিরের কালী ঠাকুরের ছবি দিয়ে বরণ করে নেন রাজ্যের বিজেপি নেতৃত্ব। এরপর তাকে বিশাল মালা দিয়ে স্বাগত জানানো হয়।

শরণার্থীদের দুঃখ দুর্দশা জড়িত রয়েছে এই মন্দিরের সঙ্গে

শরণার্থীদের দুঃখ দুর্দশা জড়িত রয়েছে এই মন্দিরের সঙ্গে

এদিন শহিদ মিনারের মঞ্চ থেকে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, শরণার্থীদের দুঃখ দুর্দশা জড়িত স্মৃতি রয়েছে এই কালী মন্দিরে। সেই ছবি দিয়েই কেন্দ্রীয় মন্ত্রীকে বরণ করার কতা জানিয়েছেন তিনি।

রমনা কালীমন্দিরের পরিচিতি

রমনা কালীমন্দিরের পরিচিতি

বাংলাদেশের রাজধানী ঢাকার রমনা পার্কের বাইরের দিকে অবস্থিত মন্দিরটি। রমনা পার্কের বর্তমান নাম সোহরাবর্দী উদ্যান। মন্দিরটি প্রায় হাজার বছরের বলেই অনেকের বিশ্বাস। তবে জানা গিয়েছে ইংরেজ শাসনকালে মন্দিরটি ফের তৈরি করা হয়েছিল। ভারতীয় উপমহাদেশে বিখ্যাত হিন্দু মন্দিরগুলির মধ্যে অন্যতম এই মন্দির।

পাক সেনারা হামলা চালিয়েছিল এই মন্দিরে

পাক সেনারা হামলা চালিয়েছিল এই মন্দিরে

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার আগে ২৬ ও ২৭ মার্চ এই রমনা কালীমন্দিরে হামলা চালিয়েছিল পাক সেনা। সেই সময় কালীমন্দিরে অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরি সহ সেখানে উপস্থিত প্রায় ১০০ জনকে নির্মমভাবে হত্যা করেছিল পাক সেনা।

English summary
Dilip Ghosh and State BJP gives a picture of Goddes kali of Ramna Mandir of Bangladesh. Amit Shah was also welcome by huge garland.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X