For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনের মধ্যেই আইআইটি খড়গপুরে গবেষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Google Oneindia Bengali News

খড়গপুর আইআইটি-এর ছাত্রাবাস থেকে ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম ভবানী বালা কোন্ডলা রাও (২৮)৷ তিনি মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরুণ গবেষক৷ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে খড়গপুর থানার পুলিশ৷

লকডাউনের মধ্যেই আইআইটি খড়গপুরে গবেষকের অস্বাভাবিক মৃত্যু

জানা গেছে , মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডি কে পাথেরিয়ার অধীনে গবেষণা করছিলেন বছর আঠাশের ভবানী বালা কোন্ডলা রাও নামের ওই তরুণ গবেষক। তাঁর বাড়ি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে। ২০১৫ সালে স্কলারশিপ নিয়ে আইআইটি খড়গপুরে গবেষণার সুযোগ পান। মূলত আম্বেদকর ছাত্রাবাসের ডি ব্লকের ২৪৫ নম্বর ঘরে থাকতেন। লকডাউনে সব ছাত্র চলে গেলেও কয়েকজন ছিলেন। তিনিও সেখানেই থেকে গেছিলেন পড়াশোনার জন্য।

জানা গিয়েছে, মাত্র দু'মাস আগে ফেব্রুয়ারি মাসে এই তরুণ গবেষকের বিয়ে হয়েছিল। ঘটনার সূত্র অনুযায়ী, গ্রামের বাড়ি থেকে সোমবার সকালে বেশ কয়েকবার তাঁকে ফোন করা হয়৷ কিন্তু কোনও উত্তর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবারের লোক সোশাল মিডিয়ার অ্যাকাউন্টের সূত্র ধরে ওই পড়ুয়ার এক বন্ধুকে ফোন করে তাঁর খোঁজ নেওয়ার চেষ্টা করে। এরপর সেই বন্ধুও তাঁকে ফোনে না পেয়ে ছুটে যায় তাঁর ঘরে। বারবার দরজায় ধাক্কা দেওয়ার পর দরজা না খোলায় জানলা দিয়ে ওই বন্ধু রাও-এর ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর খড়গপুর পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে৷

English summary
death of iit research scholar from andhra amid lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X