For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানের ধ্বংসলীলা: 'জলে পড়ল 'কুমোরটুলির ঠাকুর, হাওড়া ব্রিজে ধোঁয়ার ঝড়! ভয়াবহ সব দৃশ্য ভাইরাল

জলে পড়ল কুমোরটুলির ঠাকুর, হাওড়া ব্রিজে ধোঁয়ার ঝড় ছিল! আম্ফানের ভয়াবহ দৃশ্য ভাইরাল

  • |
Google Oneindia Bengali News

আম্ফানের পর আঁধার রাত কাটতেই এদিন ঘুম ভেঙে কলকাতা শুধুই ধ্বংসের ছবি দেখেছে। করোনার আবহে একের পর এক ধ্বংসস্তূপ যেন আরও বড় অশনি সংকেত দিয়েছে বাংলাকে। এমন পরিস্থিতিতে শহরের আনাচ কানাচ থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

হাওড়া ব্রিজে ধোঁয়ার ছবি

হাওড়া ব্রিজে বধবার বিকেলে যখন আম্ফান আছড়ে পড়ে, তখন ধোঁয়ার মতো প্রবল হাওয়ার তাণ্ড়ব দেখা যায়। মূলত হাওড়া ব্রিজ মূলত মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়। এমন অবস্থায় ব্রিজের মাথায় হাওরা দাপটের জেরে কেউ দাঁড়িয়ে থাকতে পারেননি বলে খবর।

বিভীষিকার আরেক নাম..

এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবিতে ধরা পড়ে কলকাতার ভয়াবহ আম্ফানের রূপ।

ভাসল কুমোরটুলি

এদিন কুমোরটুলির পটুয়াপাড়ায় প্রবল সংহার মূর্তি নিয়ে আম্ফান আসে। আর সেই ছবিও ধরা পড়েছে ক্যামেরায়।

ভেঙে গিয়েছে বাড়ির বারান্দার অংশ

বাড়ির বারান্দার অংশ ভেঙে গিয়ে রাস্তায় পড়ে রয়েছে। এমন পরিস্থিতি দেখা গিয়েছে কলকাতা শহরে।

দেশপ্রিয় পার্কের পরিস্থিতি

দেশপ্রিয় পার্কের পরিস্থিতি

দেশপ্রিয় পার্কের পরিস্থিতিও বেশ সংকটজনক। সেখানের ছবিও ধরা পড়েছে ক্যামেরায়।

ছবি সৌ টুইটার

পুর প্রশাসক বোর্ড তৈরি করতে গিয়ে এক্কেবারে ঘাসফুলের পার্টি অফিস! নবান্নের সিদ্ধান্ত ঘিরে শোরগোল পুর প্রশাসক বোর্ড তৈরি করতে গিয়ে এক্কেবারে ঘাসফুলের পার্টি অফিস! নবান্নের সিদ্ধান্ত ঘিরে শোরগোল

English summary
Cyclone Amphan visuals from Kolkata, see how west Bengal got damaged
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X