বাংলায় করোনা সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বেড়ে দ্বিগুণ, কমল পরীক্ষাও
ভারতের বিভিন্ন রাজ্যে ওমিক্রনের আতঙ্ক বেড়ে চলেছে। যার ফলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কেরল সহ একাধিক রাজ্যে নাইট কার্ফু জারি করা হয়েছে। বড়দিন থেকে নতুন বছরের শুরু পর্যন্ত বিধি-নিষেধ জারি থাকবে। তবে বাংলায় এখনও সেভাবে কোনও ঘোষণা হয়নি। সোমবার বাংলায় দৈনিক করোনা সংক্রমণ আরও কিছুটা কমল। যদিও একই সঙ্গে কমেছে দৈনিক পরীক্ষা। তবে সোমবার দৈনিক মৃত্যু দ্বিগুণ হয়েছে বাংলায়।


একদিনে মৃত ১০ জন
সোমবার বাংলায় একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। গত ২৪ ঘন্টায় করোনা পরীক্ষা করিয়েছেন ১৭৪০৪ জন মানুষ। রবিবারের থেকে যা পাঁচ হাজার কম।

কমছে অ্যাক্টিভ কেস
বাংলায় গত ২৪ ঘন্টায় ৪৪৬ জন মানুষ রোগ সারিয়ে সুস্থ হয়েছেন। এই মুহূর্তে বাংলায় অ্যাকটিভ করোনা কেস ৭৪৩৩ টি। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। মৃত্যুর হার ১.২১ শতাংশ। গত ২৪ ঘন্টায় পজিটিভিটি রেট ২.৫২ শতাংশ।

শীর্ষে কলকাতা
করোনা সংক্রমণে এখনও রাজ্যের মধ্যে শীর্ষে রাজধানী কলকাতা। সোমবার কলকাতায় দৈনিক সংক্রমণ হয়েছে ২০৪ জনের। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় ৭৭ জন এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৮ জন একদিনে সংক্রমিত হয়েছেন। এছাড়া হাওড়ায় এবং হুগলিতে ২৬ জন করে একদিনে সংক্রমিত হয়েছেন।

দুই জেলায় মৃত্যু বেশি
রবিবারের তুলনায় সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। একদিনে মারা গিয়েছেন ১০ জন। যার মধ্যে তিনজন করে হুগলি এবং উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এছাড়া পশ্চিম মেদিনীপুরে দুজন এবং পশ্চিম বর্ধমান ও কলকাতায় একজন করে মানুষ করোনার বলি হয়েছেন।

রাজ্য জুড়ে চিকিৎসা
বাংলায় এখনও পর্যন্ত ১ কোটি ১৬ লক্ষ ৩৭ হাজার ২৯৭ জনের ভ্যাকসিন ডোজ সম্পন্ন হয়েছে। সবমিলিয়ে রাজ্যের ১০৬৯ টি টিকাকরণ কেন্দ্রে এই কর্মযজ্ঞ চলছে। সব মিলিয়ে ২০৩টি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে রাজ্য জুড়ে।