For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় করোনার সংক্রমণ রেকর্ডবৃদ্ধি! একদিনে আকাশ ছুঁয়ে আক্রান্তের সংখ্যা ৪০০০০

বাংলায় করোনা সংক্রমণকে বাগে আনা যাচ্ছে না কিছুতেই। সোমবার ১৪০০ ছাড়িয়ে গেল করোনায় আক্রান্তের সংখ্যা। এদিন আক্রান্তের সংখ্যা গতদিনের তুলনায় খানিক কম হলেও করোনা যে উদ্বেগ বাড়াচ্ছে তা অনস্বীকার্য।

Google Oneindia Bengali News

বাংলায় করোনা সংক্রমণ এবার বিপুল বৃদ্ধি হল। গত ২৪ ঘণ্টায় সব রেকর্ড ভেঙে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ২২০০। একইসঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৪০ হাজার। শনিবার করোনা আক্রান্ত সংখ্যার এই বিপুলবৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে বাংলায়। এর মধ্যে সবথেকে উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনার।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২১৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৩৮ হাজার ০১১ জন। এদিন ২১৯৮ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ২০৯ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৭৬। এদিন মৃত্যু হয়েছে ২৭ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪০২০৯ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৫৫৯৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ১২৮৬ জন। মোট করোনা মুক্ত হলেন ২৩ হাজার ৫৩৯ জন। সুস্থতার রেট হয়েছে ৫৮.৫৪ শতাংশ।

করোনা টেস্টিং

করোনা টেস্টিং

করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৬ লক্ষ ৮৯ হাজার ৮১৩ জনের। ৫৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৭৬৬৫। এদিন টেস্টিং হয়েছে ১৩৪৬৫ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৫.৮৩ শতাংশ।

সংক্রমণে উদ্বেগ আট জেলায়

সংক্রমণে উদ্বেগ আট জেলায়

আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ১২৬৮২। এদিন ৬৪৮ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ৮০৩২ জন। এদিন আক্রান্ত হয়েছেন ৫৫৪ জন। তারপরেই আছে হাওড়া, হাওড়ায় আক্রান্ত ৪৯১৫ । এদিন আক্রান্ত হয়েছেন ১৬০ জন। তারপরের স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এদিন ১৪২ জন বেড়ে হয়েছে ৩০৮৮। হুগলিতে ১০৭ জন বেড়ে আক্রান্ত ১৯৫৮ জন। মালদহে ৮৫ জন বেড়ে আক্রান্ত ১৬২৬। দার্জিলিংয়ে ৭০ জন বেড়ে আক্রান্ত ১২৩৭ জন।

English summary
Coronavirus affected is record increased in West Bengal on July 18. Over 21 hundreds in 24 hours are affected in West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X