For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় পৌঁছেছে করোনা টিকার ডোজ, কবে পৌঁছবে আপনার জেলায়?

বাংলায় পৌঁছেছে করোনা টিকার ডোজ, কবে পৌঁছবে আপনার জেলায়?

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

আগামী ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হতে হলেছে করোনার টিকাকরণ। তার আগে এদিন কলকাতায় পৌঁছে গেল করোনার টিকার প্রথম প্যাকেট। তিন দিনের মধ্যে জেলায় জেলায় পৌঁছবে করোনার টিকা, মঙ্গলবার রাজ্যে আসা করোনা টিকার বিতরণ নিয়ে রাজ্যের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও অন্যান্য জেলা স্বাস্থ্য আধিকারিককে নিয়ে হওয়া বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানালেন স্বাস্থ্য সচিব।

কলকাতায় কোভিশিল্ড

কলকাতায় কোভিশিল্ড

ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে 'কোভিশিল্ড' এর ৯ লক্ষ ৫০ হাজার ডোজ। এবার পালা এই টিকাকে রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছে দেওয়ার। মঙ্গলবার এই বিষয়টি নিয়ে সব জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের স্বাস্থ্য সচিব এনএস নিগম।

তিনদিনে সমস্ত জেলায় পৌঁছবে টিকা

তিনদিনে সমস্ত জেলায় পৌঁছবে টিকা

জানা গিয়েছে, এদিনের বৈঠকে স্বাস্থ্য সচিব জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় পৌঁছে যাবে করোনা টিকা। প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের। এর জন্য ইতিমধ্যেই তৈরি হয়েছে ডেটাবেস।

স্বাস্থ্যসাথী কার্ড হাতে পৌঁছবে সময়েই

স্বাস্থ্যসাথী কার্ড হাতে পৌঁছবে সময়েই

এছাড়াও এদিনের বৈঠকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও আলোচনা হয়। জানা গিয়েছে, স্বাস্থ্য সচিব নির্দেশ দিয়েছেন, যাঁরা এই কার্ডের জন্য আবেদন জানিয়েছেন বা জানাবেন তাঁরা প্রত্যেকে যাতে এই কার্ড পায় সেই দিকে নজর রাখতে হবে।

অভিষেকের সঙ্গে দ্বৈরথের আগেই রণেভঙ্গ শুভেন্দুর, রাজপথে বিজেপিকে টেক্কা তৃণমূলেরঅভিষেকের সঙ্গে দ্বৈরথের আগেই রণেভঙ্গ শুভেন্দুর, রাজপথে বিজেপিকে টেক্কা তৃণমূলের

English summary
Corona Vaccine reaches Bengal, When will it reach districts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X