For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের জন্য দরজা খোলাই রাখল কংগ্রেস! ভোট শেষের আগেই বিশেষ বার্তা

রাহুল গান্ধী রাজ্যে এসে তৃণমূলকে বারবার নিশানা করেছেন। মালদহের মাটিতে প্রচারের ঝড় তুলে কংগ্রেস ভাঙার জন্য মমতার দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

Google Oneindia Bengali News

রাহুল গান্ধী রাজ্যে এসে তৃণমূলকে বারবার নিশানা করেছেন। মালদহের মাটিতে প্রচারের ঝড় তুলে কংগ্রেস ভাঙার জন্য মমতার দলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বিশ্বাসঘাতকদের হারানোর ডাক দিয়েছেন। এবার রাহুলের দলের প্রবীণ নেতা সলমল খুরশিদ কিন্তু অন্য পথে হাঁটলেন। তিনি সাফ করে দিলেন- তৃণমূলের জন্য তাঁরা দরজা বন্ধ করেননি, খোলাই রেখেছন।

তৃণমূলকে 'বন্ধু' করতে আপত্তি নেই

তৃণমূলকে 'বন্ধু' করতে আপত্তি নেই

কলকাতায় এসে কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেন, লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে ঠিকই, কিন্তু ভোট পরবর্তী সময়ে এ রাজ্যের শাসকদলকে 'বন্ধু' করতে কংগ্রেসের কোনও আপত্তি নেই। তাঁরা চান বিজেপি বিরোধী সমস্ত দল এক জোট হয়ে সরকার গড়তে।

ধাক্কা দিয়ে তৃণমূলকে সরিয়েও দিইনি

ধাক্কা দিয়ে তৃণমূলকে সরিয়েও দিইনি

সম্প্রতি লোকসভা নির্বাচনের প্রচারে বাংলায় আসেন সলমন খুরশিদ। তিনি বিধান ভবনে সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার তীব্র সমালোচনা করেন তিনি। তবে তার পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রে সরকার গড়তে তৃণমূলের সমর্থন নিতে তাঁরা প্রস্তুত। তিনি বলেন, তৃণমূলের জন্য দরজা বন্ধ হয়নি। আমরা ধাক্কা দিয়ে তৃণমূলকে সরিয়েও দিইনি।

ম্যাজিক ফিগার ছোঁওয়া সম্ভব নয়

ম্যাজিক ফিগার ছোঁওয়া সম্ভব নয়

খুরশিদ বলেন, আমরা জানি যে কংগ্রেসের একার পক্ষে ম্যাজিক ফিগার ছোঁওয়া সম্ভব নয়। তবে আমরা যে কয়েকগুন আসন বাড়াচ্ছি, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আমরা বরাবরই কেন্দ্রে সরকার গড়তে বিজেপি বিরোধী জোট গড়ার পক্ষে। প্রাক নির্বাচনী জোট না হলেও, নির্বাচনোত্তর জোট হবে বলে আমরা আশাবাদী।

[আরও পড়ুন:বনগাঁ কেন্দ্রে এবার জয়ধ্বজা ওড়াবে কে, কী বলছে ইতিহাস ][আরও পড়ুন:বনগাঁ কেন্দ্রে এবার জয়ধ্বজা ওড়াবে কে, কী বলছে ইতিহাস ]

আগেও করেছি, এবারও করতে পারি

আগেও করেছি, এবারও করতে পারি

রাজ্যের শাসকদল তৃণমূলকে নিয়ে আমরা সরকার গঠন আগেও করেছি, এবারও করতে পারি। একইসঙ্গে তিনি সমালোচনার সুরে বলেন, এই নির্বাচন রাজ্যের সরকার গঠনের জন্য নয়। কিন্তু রাজ্যের শাসক দলের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন খুরশিদ।

[আরও পড়ুন:রাত পোহালেই পঞ্চম দফার ভোট, কোথায় নজরদারির কী ব্যবস্থা, একনজরে নিরাপত্তা][আরও পড়ুন:রাত পোহালেই পঞ্চম দফার ভোট, কোথায় নজরদারির কী ব্যবস্থা, একনজরে নিরাপত্তা]

English summary
Congress gives message of alliance to TMC after Lok Sabha Election. Congress leader Salman Khurshid comes in Bengal for vote campaigning,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X