For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোয় ব্যবহার করা যাবে না ভিআইপি-র কোনও ফুট ব্রিজ, নতুন নির্দেশিকা বিধাননগর পুলিশের

পুজোয় ব্যবহার করা যাবে না ভিআইপি রোডের কোনও ফুট ব্রিজ।

  • |
Google Oneindia Bengali News

পুজোয় ব্যবহার করা যাবে না ভিআইপি রোডের কোনও ফুট ব্রিজ। পুজোয় যা ভিড় হয় তা জানিয়ে দিলেন ডিসি হেড কোয়ার্টার অমিত পি জাভালগি।

পুজোয় ব্যবহার করা যাবে না ভিআইপি-র কোনও ফুট ব্রিজ, নতুন নির্দেশিকা বিধাননগর পুলিশের

তিনি বলেছেন, ফুটব্রিজ অধিক ভার বহনের যোগ্য নয়।

পুজোয় থাকছে বিধাননগর পুলিশের স্পেশ্যাল কন্ট্রোল রুম নম্বর
- 2335 8788,
2335 7023

গোলাঘাটা আন্ডারপাস ব্যবহার করা হবে রাস্তা পারাপারের জন্যে।

ঘড়ি মোড় থেকে ভাঙড় এবং তার উল্টোদিকের সার্ভিস রোডে থাকবে পার্কিংয়ের ব্যবস্থা

শ্রীভূমি এবং এফডি ব্লক সহ বিভিন্ন পুজো মণ্ডপে থাকছে স্পেশাল ক্রাইম কন্ট্রোল টিম।

ভিআইপি রোডের রাস্তাটি কলকাতায় প্রবেশের অন্যতম রাস্তা। ফলে এই রাস্তাটিকে ফাঁকা রাখাটাই পুলিশের কাছে চ্যালেঞ্জ। শ্রীভূমিতে প্রতিবছর ভিড় হয়। রয়েছে দমদম পার্কের মতো পুজোও। ফলে ভিআইপি রাস্তাটিকে নিয়ে বিশেষ সতর্ক বিধাননগর পুলিশ।

পুজোর সময় শহরের বিভিন্ন প্রান্তে ট্রাফিক নিয়ন্ত্রণ করা বড় সমস্যার হয়ে দাঁড়ায়। একদিকে পুজোয় বেরোনো দর্শনার্থী ও অন্যদিকে একটা সংখ্যক মানুষ থাকেন যারা অন্য কোনও প্রয়োজনে রাস্তায় বেরোন। কারওরই যাতে সমস্যা না হয় সেটাই পুলিশ নিশ্চিত করতে চাইছে। কিছু জায়গায় অস্বাভাবিক ট্রাফিক হয়। সেটা থেকে যাতে পুজোয় ঠাকুর দেখতে বেরোনো জনতা কিছুটা মুক্ত হতে পারে তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

[আরও পড়ুন: পুজোয় রাস্তায় বেরিয়ে মুশকিল আসান, ৫০০ অতিরিক্ত বাস নামাচ্ছে রাজ্য ][আরও পড়ুন: পুজোয় রাস্তায় বেরিয়ে মুশকিল আসান, ৫০০ অতিরিক্ত বাস নামাচ্ছে রাজ্য ]

English summary
Commuters can't use VIP road foot bridge during Durga Puja
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X