For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেলিকপ্টারে 'বুলবুল' বিধ্বস্ত এলাকা পরিদর্শন! উদ্ধার কাজের প্রশংসা মমতার

হেলিকপ্টারে দক্ষিণ ২৪ পরগনা জেলার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন। সঙ্গে ছিলেন মুখ্যসচিব।

  • |
Google Oneindia Bengali News

হেলিকপ্টারে দক্ষিণ ২৪ পরগনা জেলার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন। সঙ্গে ছিলেন মুখ্যসচিব। সেখানেই তিনি ক্ষতিগ্রস্ত জেলাগুলির জন্য টাস্কফোর্স তৈরির কথা জানান। পাশাপাশি উদ্ধার কাজের প্রশংসা করেন।

 হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন

হেলিকপ্টারে দুর্গত এলাকা পরিদর্শন

মুখ্যমন্ত্রী এদিন হেলিকপ্টারে দক্ষিণ ২৪ পরগনার বুলবুল-এ বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। বুলবুলের ঘায়ে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে নামখানা এবং বকখালি এলাকা। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া থেকে শুরু করে ঘরের চাল উড়ে যাওয়া সবই হয়েছে ৯ নভেম্বর সন্ধে থেকে রাতের মধ্যে।

ক্ষতিগ্রস্ত জেলাগুলির জন্য টাস্ক ফোর্স

ক্ষতিগ্রস্ত জেলাগুলির জন্য টাস্ক ফোর্স

মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনিক বৈঠকে জানান, ক্ষতিগ্রস্ত জেলাগুলির জন্য আলাদা করে টাস্কফোর্স তৈরি করা হবে। এই টাস্কফোর্স ৪৮ ঘন্টা পরপর নজরদারি চালাবে বলেও জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর আশ্বাস

মুখ্যমন্ত্রীর আশ্বাস

এদিন হেলিকপ্টার সফরে মুখ্যমন্ত্রীর চোখে পড়ে ব্যাপকভাবে শাক-সবজির ক্ষতির চিত্র। বাড়ির নষ্টের চিত্রও চোখে পড়েছে। ধান ও পানের বরোজের ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আশ্বাস ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নিমান করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

উদ্ধার কাজের প্রশংসা

উদ্ধার কাজের প্রশংসা

ঘূর্ণিঝড়ে রাজ্যের সবথেকে ক্ষতিগ্রস্ত এলাকা হল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই দুই জেলার প্রায় দুলক্ষ মানুষকে প্রশাসনের তরফে থেকে নিরাপদ জায়গায় সরানো হয়েছিল ঘূর্ণিঝড়ের আগেই। মুখ্যমন্ত্রী এদিন এই উদ্ধার কাজের প্রশংসা করেছেন।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাবেন বসিরহাট

মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাবেন বসিরহাট

ঘূর্ণিঝড়ে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাবেন বসিরহাট পরিদর্শনে। ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন।

English summary
CM Mamata Banerjee attends administrative meeting at Kakdwip. She visits Namkhana and Bakkhali by Helicopter to see Bulbul hit areas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X