কলকাতা-সহ রাজ্যে তৃণমূল ঝড়, কোনওমতে অস্তিত্ব টেঁকাল বামেরা, রাজ্যে খাতাই খুলল না বিজেপি
কলকাতা পুরসভা জয়/এগিয়ে | তৃণমূল জয়/এগিয়ে | বামফ্রন্ট জয়/এগিয়ে | বিজেপি জয়/এগিয়ে | কংগ্রেস জয়/এগিয়ে | অন্যান্য জয়/এগিয়ে |
144/144 | 114 | 15 | 7 | 5 | 3 |
পুরসভা জয়/এগিয়ে | তৃণমূল জয়/এগিয়ে | বামফ্রন্ট জয়/এগিয়ে | বিজেপি জয়/এগিয়ে | কংগ্রেস জয়/এগিয়ে | ত্রিশঙ্কু জয়/এগিয়ে |
91/91 | 70 | 6 | 0 | 5 | 11 |
কলকাতা, ২৮ এপ্রিল : কলকাতা ও রাজ্যের ৯১ টি পুরসভায় ইতিমধ্যেই হয়ে গিয়েছে ভোটগ্রহণ। আজ, ভোটের ফলপ্রকাশ। নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে একাধিক সন্ত্রাস, ছাপ্পা ভোট মারধরের অভিযোগ উঠেছিল। ভোটসন্ত্রাসে প্রাণ গিয়েছিল এক তৃণমূল কর্মীরও। তবে, আজ ভোটের ফলপ্রকাশকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। [ ছাপ্পা, বুথদখলের ট্র্যাডিশন বহাল জেলার পুরভোটেও, অভিযোগ বিরোধীদের]
আজকের ফলে কোন দলের জয়জয়কার হয় তা দেখার জন্য মুখিয়ে রয়েছে গোটা রাজ্য। ভোট সমীক্ষায় উঠে এসেছিল শাসক দল ১০০+ আসন পেয়ে কলকাতাকে নিজেদের দখলেই রাখবে। কিন্তু রাজ্যের পরিস্থিতিটা কী হবে তা এখনও স্পষ্ট নয়। বিজেপি বা সিপিএমের মতো বিরোধি দলগুলি কী আদৌ কোনও চমক দেখাতে পারবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। [ পুর নির্বাচন: রক্তপাতের মধ্য দিয়ে শেষ হল কলকাতা পুর নির্বাচন, ভোট পড়ল ৬৮ শতাংশ]

ইতিমধ্যেই গয়েশপুর, তারকেশ্বর ও আরামবাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরসভার দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হওয়ার কথা। দুপুরের মধ্যেই আশা করা হচ্ছে সামগ্রিক চিত্রটা পরিস্কার হয়ে যাবে।
ভোটগণনার লাইভ আপডেট দেখুন এখানে
বিকেল ৫ টা ২৬ মিনিট : শিলিগুড়িতে নির্দল প্রার্থীর সমর্থন পেয়ে তাঁরা বোর্ড গড়তে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বাম নেতা জীবেশ সরকার।
বিকেল ৪ টে ৫৮ মিনিট : বিরোধীরা আমার পদত্যাগ দাবি করেছে। পদত্যাগের বিষয়ে ভেবে দেখব, মন্তব্য রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়ের।
বিকেল ৪ টে ৫০ মিনিট : ছল-চাতুরি করে পুর নির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস, অভিযোগ পশ্চিমবঙ্গে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা সিদ্ধার্থনাথ সিংয়ের।
বিকেল ৪ টে ২০ মিনিট : নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কাজ করেছে কমিশন, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহার।
বিকেল ৩ টে ৫০ মিনিট : ভোট সন্ত্রাস না হলে আরও আসন পেত কংগ্রেস, মত প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর।
দুপুর ২ টো ৩১ মিনিট : ত্রিশঙ্কু হয়েছে, জয়নগর-মজিলপুর,বেলডাঙা,ধূলিয়ান,পুরাতনমালদা,কোচবিহার,কাটোয়া,খড়গপুর,রামজীবনপুর, শিলিগুড়ি।
দুপুর ২ টো ১১ মিনিট : শিলিগুড়িতে ব্যর্থতার দায় নিলেন মন্ত্রী গৌতম দেব।
দুপুর ১ টা ৫৪ মিনিট :
Our result has been good in north Bengal. We will form boards in hung municipalities: MB #BengalVerdict pic.twitter.com/CV4jfJ7NFd
— AITC (@AITCofficial) April 28, 2015
Centre is undermining federal structure of the country: MB #BengalVerdict pic.twitter.com/1UXKTfcu7Y
— AITC (@AITCofficial) April 28, 2015
দুপুর ১ টা ৪৬ মিনিট : নেপালের ভূমিকম্পের ভয়াবহতার শোকে বিজয় মিছিল থেকে কর্মীদের বিরত থাকার আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১ টা ৪৫ মিনিট : পুরনির্বাচনের ফল পরিষ্কার হতেই কালিঘাটে সাংবাদিক সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যা। বললেন, 'নির্বাচন গণতন্ত্রের উৎসব। আমরা আমাদের জয় বাংলার মানুষকে উৎসর্গ করলাম। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও যারা ভোট দিতে বেরিয়েছিলেন তাদের আমার ধন্যবাদ ও সেলাম জানাই।'
দুপুর ১ টা ২৬ মিনিট : শিলিগুড়িতে ২৩ টিতে ওয়ার্ডে বামেরা, ১৭টিতে তৃণমূল কংগ্রেস, বিজেপি ২ টিতে, কংগ্রেস ৪টিতে জয়ী।
দুপুর ১টা ১৪ মিনিট :
#BengalVerdict 80% municipalities across State won by @AITCofficial & 80% seats in Kolkata.Overwhelming endorsement for Didi & development
— Derek O'Brien (@quizderek) April 28, 2015
দুপুর ১ টা ২৪ মিনিট : ১০০ নম্বর ওয়ার্ডে ৩ ভোটে জয়ী তৃণমূল। বাম প্রার্থী ৩ ভোটে হারলেন। পুনর্গননার দাবি সিপিএমের। দাবি মানেনি নির্বাচন কমিশন। আদালতের দ্বারস্থ হবেন বলে জানালেন সিপিএম প্রার্থী।
দুপুর ১২ টা ৫৯ মিনিট : রামপুরহাট, সাঁইথিয়া, কালনা, মেমারি গেল তৃণমূলের দখলে।
দুপুর ১২ টা ৫৩ মিনিট : শিলিগুড়িতে ২২টি ওয়ার্ডে এগিয়ে বামেরা। ১৫ টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কংগ্রেস ৪ ও বিজেপি ২।
দুপুর ১২ টা ৩৩ মিনিট : অশোক ভট্টাচার্য জয়ের পর বললেন এই জয় গণতন্ত্রের জয়।
দুপুর ১২ টা ৩১ মিনিট : শিলিগুড়ি পুরসভায় হাড্ডাহাড্ডি লড়াই। এই মুহুর্তে ১৯টি ওয়ার্ডে এগিয়ে বামেরা। তৃণমূল এগিয়ে ১৫টি ওয়ার্ডেয কংগ্রেস ৪ ও বিজেপি ২ ওয়ার্ডে এগিয়ে।
দুপুর ১২ টা ২৪ মিনিট : উত্তর ২৪ পরগনায় ৮৬ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস।
সকাল ১১ টা ৩৩ মিনিট : ৬৫ নম্বর ওয়ার্ডে ডেপুটি মেয়র ফরজানা আলাম বাম প্রার্থীর কাছে পরাজিত। ৭০ নম্বর ওয়ার্ডে পরাজিত পুরসভার চেয়ারম্যান।
সকাল ১১ টা ২৯ মিনিট : ২২, ২৩,২৪,২৫,২৬,২৭,২৮, ২৯,৩০, ৩২, ৩৩, ৪৪, ৪৬, ৪৭, ৪৮, ৫০, ৫১,৫২, ৫৩ ওয়ার্ডগুলিতে জয়ী তৃণমূল। ২২ ও ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি।
সকাল ১১ টা ২৮ মিনিট : ২২ নম্বর ওয়ার্ডে জয়ী মীনাদেবী পুরোহিত। ২৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইকবাল আহমেদয়। ১১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অতীন ঘোষ। ১০ নম্বর ওয়ার্ডে জয়ী বাম প্রার্থী করুণা সেনগুপ্ত।
সকাল ১১ টা ২৭ মিনিট : ৬২ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী সানা আহমেদ জয়ী। তাঁর ভোটের ব্যবধান ১৫,৮১৯
সকাল ১১ টা ২১ মিনিট : গোবরডাঙা, অশোকনগর, বনগাঁ দখলে আনল তৃণমূল কংগ্রেস।
সকাল ১১ টা ১ মিনিট : সোনামুখী পুরসভা, রাজপুর-সোনারপুর, বিষ্ণুপুর, হরিনঘাটা, বাদুড়িয়া, বোলপুর, বরাহনগর পুরসভা দখলে এনেছে তৃণমূল কংগ্রেস।
সকাল ১১ টা : অতীন ঘোষ, স্মিতা বক্সি জয়ী হয়েছেন, সিপিএম প্রার্থী রূপা বাগচী পরাজিত হয়েছেন। জয়ী হয়েছেন বাম নেতা অশোক ভট্টাচার্য।
সকাল ১০ টা ৫৮ মিনিট : ভদ্রেশ্বর পুরসভা ত্রিশঙ্কু হল।
সকাল ১০ টা ৪৯ মিনিট : ইংরেজবাজার পুরসভা তৃণমূল কংগ্রেসের দখলে।
সকাল ১০ টা ৩৩ মিনিট : কলকাতা পুরসভায় ৮৫টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বামেরা ১২টি ওয়ার্ডে এগিয়ে, বিজেপি ৯টি ওয়ার্ডে, কংগ্রেস ৭টি ওয়ার্ডে এগিয়ে এবং অন্যান্যরাও ৩টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
সকাল ১০ টা ১৬ মিনিট : কলকাতা পুরসভায় ৬৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বামেরা ১০টি ওয়ার্ডে এগিয়ে, বিজেপি ৮টি ওয়ার্ডে, কংগ্রেস ৬টি আসনে এগিয়ে এবং অন্যান্যরাও একটি আসনে এগিয়ে রয়েছেন।
সকাল ১০ টা ১৪ মিনিট : ৯১টি পুরসভার মধ্যে ৬৫টি পুরসভার ফল সামনে এসেছে। য়ার মধ্যে ৫০টি দখলে আনল তৃণমূল কংগ্রেস। ৬ টিতে জয়ী কংগ্রেস, ৫টি পেল বামেরা, ৬টি কংগ্রে এবং ত্রিশঙ্কু ৫টি।
সকাল ১০ টা ১১ মিনিট : জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়। জয়ী ১৩১ নম্বর ওয়ার্ড থেকে কলকাতা পুরসভার মেয়রপদপ্রার্থী শোভন চট্টোপাধ্যায়।
সকাল ৯ টা ৫৫ মিনিট : তৃণমূলের জনপ্রিয় মুখ পরেশ পাল পিছিয়ে। কংগ্রেসের সন্তোষ পাঠক এগিয়ে। বিজেপির মীনাদেবী পুরহিত এগিয়ে। তৃণমূল কংগ্রেসের অতীন ঘোষ এগিয়ে। বামফ্রন্টের রূপা বাগচী পিছিয়ে।
সকাল ৯ টা ৫০ মিনিট : দাঁইহাটা পুরসভা বামেদের দখলে। ঝালদা, কালিয়াগঞ্জ, বেলডাঙা, কান্দি কংগ্রেসের দখলে।
সকাল ৯ টা ৪৮ মিনিট : তৃণমূল যে কটি পুরসভা দখলে রেখেছে তার মধ্যে উল্লেখযোগ্য নৈহাটি, কাঁচরাপাড়া, মালবাজার, বারুইপুর, তাহেরপুর, মাথাভাঙা, রঘুনাথপুর, তমলুক, কাঁথি, মাল পুরসভা, নবদ্বীপ, রানাঘাট, শান্তিপুর, হালিশহর, ভাটপাড়া, কল্যাণী, বীরনগর, কামারহাটি, খড়দা, গারুলিয়া, উত্তরবারাকপুর, বারাকপুর, টিটাগড়, মধ্যমগ্রাম, রিষড়া, ভদ্রেশ্বর, বৈদ্যবাটি, কোন্নগর, বজবজ, চন্দ্রকোণা প্রভৃতি।
সকাল ৯ টা ৪৫ মিনিট : কলকাতা পুরসভায় ৪৮টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বামেরা ৮টি আসনে এগিয়ে, বিজেপি ৯টি ওয়ার্ডে ও কংগ্রেস ৬টি আসনে এগিয়ে। অন্যান্যরাও একটি আসনে এগিয়ে রয়েছেন।
সকাল ৯ টা ৪২ মিনিট : ৯১টি পুরসভার মধ্যে ৪৩টি পুরসভার ফল এসেছে। যার মধ্যে ৩৫টি পুরসভা দখলে রেখেছে তৃণমূল কংগ্রে। ৬টি পুরসভার দখলে কংগ্রেস, পুরসভা দখল করতে পেরেছে বামেরা। বিজেি এখনও পর্যন্ত কোনও বোর্ড নিজেদের দখলে আনতে পারেনি।
সকাল ৯ টা ৩৬ মিনিট : ঝালদায় পুরবোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস।
সকাল ৯ টা ৩৫ মিনিট : কলকাতা পুরসভায় ৪৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস, বামেরা ৮টি আসনে এগিয়ে, বিজেপি ৭টি ওয়ার্ডে ও কংগ্রেস ৬টি করে আসনে এগিয়ে। অন্যান্যরাও একটি আসনে এগিয়ে রয়েছেন।
সকাল ৯ টা ৩০ মিনিট : শিলিগুড়িতে ৭ টি ওয়ার্ডে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস, ৪টি তে বামেরা, ২ টিতে বিজেপিরা।
সকাল ৯ টা ১৬ মিনিট : ৯১টির মধ্যে ৩৪টি পুরসভা চলে গেল তৃণমূলের দখলে।
সকাল ৯ টা ১৫ মিনিট : বিরোধীশূন্য ভাবে কাঁথি পুরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস।
সকাল ৯ টা ১৩ মিনিট: কলকাতায় ২৯টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি ৫টি ওয়ার্ডে এগিয়ে, ২ টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি এবং ২টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে কংগ্রেস।
সকাল ৯ টা ১০ মিনিট : পুরুলিয়া ১১ টি ওয়ার্ডে জিতে বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস, ৫টি ওয়ার্ডে জয়ী বিজেপি।
সকাল ৯ টা ৩ মিনিট : বেলডাঙায় বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস। কং ৭টি ওয়ার্ডে জয়ী, বামেরা ৪টি আসনে জয়ী, বিজেপি ৩টি আসনে জয়ী। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এই এলাকা থেকে একটিও ওয়ার্ড পায়নি তৃণমূল কংগ্রেস।
সকাল ৯ টা ১ মিনিট : উল্লেখযোগ্য খবর শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী পুতুল চক্রবর্তী হেরে গেলেন। বাম প্রার্থী শঙ্কর ঘোষ এখান থেকে জয়ী হলেন। শিলিগুড়িতে তৃণমূল জয়ী হলে পুতুল চক্রবর্তীকে মেয়র করার সম্ভাবনা ছিল।
সকাল ৯ টা : মালবাজারে পুরবোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ৯টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ৪টি ওয়ার্ডে জয়ী বামেরা। কংগ্রেসরা ২টি ওয়ার্ডে জয়ী।
সকাল ৮ টা ৫৮ মিনিট : বারুইপুরের ৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
সকাল ৮ টা ৫৭ মিনিট : কলকাতা পুরসভায় ২২টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রে, ২ টি ওয়ার্ডে এগিয়ে বামেরা, ১ টি করে ওয়ার্ডে এগিয়ে বিজেপি ও কংগ্রেস। ১৩৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে গিয়েছে বিজেপি।
সকাল ৮ টা ৫৬ মিনিট : কোচবিহারে ৯টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস, গার্ডেনরিচে ১টিতে এগিয়ে বিজেপি।
সকাল ৮ টা ৫৪ মিনিট : শিলিগুড়িকে ৩ টি ওয়ার্ড দখলে রাখতে পেরেছে বামেরা। ১ টি ওয়ার্ডে জয়ী বিজেপি। শিলিগুড়িতে এখনও জয়ের খাতা খুলতে পারেনি তৃণমূল।
সকাল ৮ টা ৫০ মিনিট : কলকাতার ১৩১ নম্বর ওয়ার্ডে ১,০১৪ ভোটে এগিয়ে রয়েছেন প্রাক্তন মেয়র ও তৃণমূলের মেয়র পদপ্রার্থী শোভন চট্টোপাধ্যায়।
সকাল ৮ টা ৪৮ মিনিট : কাঁথির ৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।
সকাল ৮ টা ৪৭ মিনিট : ইসলামপুরে ৫টি ওয়ার্ডে কংগ্রেস এগিয়ে।তৃণমূল এগিয়ে ৩টিতে।
সকাল ৮ টা ৪৩ মিনিট : মালবাজারে ৫টি ওয়ার্ডে জয়ী তৃণমূল।
সকাল ৮ টা ৪২ মিনিট : গঙ্গারামপুরে তৃণমূল জয়ী ২ টি ওয়ার্ডে। বিজেপি ১ টি ওয়ার্ডে।
সকাল ৮ টা ৪১ মিনিট: কলকাতা পুরসভার মোট ২০ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১ টিতে এগিয়ে কংগ্রেস।
সকাল ৮ টা ৪০ মিনিট : মালবাজারে ৩ টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জয়ী।
সকাল ৮ টা ৩৯ মিনিট : শিলিগুড়িতে তৃণমূল ২টি ওয়ার্ডে এগিয়ে, বামেরা ২ টি ওয়ার্ডে এগিয়ে, বিজেপি ২ টি ওয়ার্ডে এগিয়ে।
সকাল ৮ টা ৩৮ মিনিট : পুরাতন মালদহে তৃণমূল ৪ টি ওয়ার্ডে, বামেরা ৪টি ওয়ার্ডে, বিজেপি ৩টি ওয়ার্ডে, কংগ্রেস ১টি ওয়ার্ডে, নির্দল ২ টি ওয়ার্ডে জয়ী।
সকাল ৮ টা ৩৭ মিনিট : তমলুকে ৭ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রে, একটিতে এগিয়ে কংগ্রেস।
সকাল ৮ টা ৩৬ মিনিট : কাঁচড়াপাড়ার ৭ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। কাঁচরাপাড়ায় জয়ী শুভ্রাংশু রায়।
সকাল ৮ টা ৩৫ মিনিট : শিলিগুড়ি পুরসভার একটি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস। আর একটি ওয়ার্ডে জয়ী বামেরা।
সকাল ৮ টা ৩৪ মিনিট : তুফানগঞ্জে ৫ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ২ টি ওয়ার্ডে জয়ী বামেরা।
সকাল ৮ টা ২৮ মিনিট : কলকাতার ১৩৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী। এই ওয়ার্ড থেকে এই প্রথমবার ব্যতিক্রমী ফল।
সকাল ৮ টা ২৬ মিনিট : কলকাতার ১০ টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। ১,২,৩,১৪,১৫,১৬, ৩৯, ৫৪,৫৬,৬১ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।য
সকাল ৮ টা ২৫ মিনিট : দিনহাটায় ৫ টি ওয়ার্ডে এগিয়ে বামফ্রন্ট।
সকাল ৮ টা ১০ মিনিট : গণনার প্রাথমিক পর্যায়ে ৬ টি পুরসভায় এগিয়ে তৃণমূল। এই ৬টির মধ্যে রয়েছে সিঁথি-দমদম, দমদম, কাশিপুর।
সকাল ৮ টা : শুরু হল ভোটগণনা।