For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাপ্পা, বুথদখলের ট্র্যাডিশন বহাল জেলার পুরভোটেও, অভিযোগ বিরোধীদের

Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ এপ্রিল : কলকাতার পর আজ জেলার মোট ৯১ টি পুরসভার জন্য আজ ভোটগ্রহণ হচ্ছে। কলকাতার পুরসভার পর জেলাতেও নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটবে বলে সন্দেহ করা হচ্ছে। সকাল ৭ টা থেকে ভোট শুরু হবে। চলবে বিকেল ৩ টে পর্যন্ত।নির্বাচনের ফল ঘোষণা আগামী ২৮ এপ্রিল। [ পুর নির্বাচন: রক্তপাতের মধ্য দিয়ে শেষ হল কলকাতা পুর নির্বাচন, ভোট পড়ল ৬৮ শতাংশ]

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্য পুলিশ ছাড়াও ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে সুষ্ঠু ভোটের জন্য বহাল রাখা হয়েছে। প্রায় ৭৪ লক্ষ ভোটার আজ নিজের মতদান করবেন। ৭৬৩৬ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে এই ভোটই।

৮৭৫৬টি বুথে আজ ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে ২৩১৮টি বুথকে স্পর্ষকাতর এবং ২১৪২ বুথকে অতি স্পর্ষকাতর এলাকা বলে চিহ্নিত করা হয়েছে।

(Live) অশান্তি দিয়েই শুরু জেলায় পুরভোট, বুথের সামনেই খুন তৃণমূল কর্মী

পুরভোটের লাইভ আপডেট দেখুন এখানে

বিকেল ৪ টে ৫০ মিনিট : কলকাতা পুরভোটে ভোটের শতাংশে গোলমালের পর এবার রাজ্যের ৯১ টি পুরসভায় এদিন হওয়া ভোটের শতাংশ জানাতে পারল না রাজ্য নির্বাচন কমিশন।

বিকেল ৪ টে ৩০ মিনিট : বসিরহাটে সন্ত্রাসের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনকে স্মারকলিপি জমা দিলেন সিপিএম নেতৃত্ব।

বিকেল ৪ টে ২০ মিনিট : বুথ ফেরত সমীক্ষায় ফলে ১০৯ টি আসন পেতে পারে তৃণমূল। বিজেপি ৬, সিপিএম ২৬, কংগ্রেস ৩ টি আসন পেতে পারে।

দুপুর ৩ টে ১১ মিনিট : বেলঘড়িয়া থেকে অস্ত্রসহ গ্রেফতার ২ জন।

দুপুর ২ টো ৩৪ মিনিট : বসিরহাটের টাকীতে ৪ নং ওয়ার্ডের ৬ নং বুথে প্রিসাইডিং অফিসারকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় টাকী গ্রামীণ হাসপাতালে ভর্তি তিনি।

দুপুর ২ টো ৩০ মিনিট :বসিরহাটের ১৮ নং ওয়ার্ডের ১৮৪, ১৮৬, ১৯০ নং বুথে তৃণমূলের তাণ্ডবের প্রতিবাদে সকাল ১১ টা থেকে বসিরহাটের ভ্যাবলা রোডে সিপিআইএম-বিজেপির পথ অবরোধ।

দুপুর ২ টো ২৬ মিনিট : ১৩ নম্বর ওয়ার্ডের বুথ ৬৬, ৬৭, প্রথম একঘন্টা শুষ্ঠু ভোট হলেও তার পরেই শাসকদল আশ্রীত দুষ্কৃতিরা বুথে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ।

দুপুর ২ টো ২১ মিনিট : রাজপুর-সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হাতে হেনস্থা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। রূপার সঙ্গী বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ।

দুপুর ১ টা ৩০ মিনিট :

দুপুর ১ টা ১০ মিনিট : খড়দহের ১২ নম্বর ওয়ার্ডের ৩৫ নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগ। বরানগরে আক্রান্ত প্রাক্তন আইনমন্ত্রীর ছেলে।

দুপুর ১২ টা ৪৮ মিনিট : কাটোয়ার ৮ নম্বর ওয়ার্ডে ইভিএম লুঠের অভিযোগ তৃণমূলের দিকে।

সকাল ১১ টা ৩৪ মিনিট : গঙ্গারামপুরে আক্রান্ত প্রাক্তন সিপিএম নেতা নারায়ন বিশ্বাস। বুথ জ্যামের খবর পেয়ে তিনি বুথে যান। প্রতিবাদ করলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর উপর হামলা করে বলে অভিযোগ। মারধর করা হয় প্রাক্তন মন্ত্রীকে। নারায়ণ বিশ্বাসকে বাঁচাতে গিয়ে আহত এক বৃদ্ধ।

সকাল ১১ টা ১৬ মিনিট : খড়দহের ১ নম্বর ভোটে পাল্টা প্রতিরোধ করায় ভোটারদের মারধরের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে।

সকাল ১০ টা ৯ মিনিট : বাঁশবেড়িয়ায় তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপি এবং সিপিএম প্রার্থী একসঙ্গে রাস্তায় বসে অবরোধ শুরু করলেন।

সকাল ১০ টা ৫ মিনিট : কাটোয়ায় তৃণমূল কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে আরও একবার উত্তেজনা ছড়াল। ভোর থেকে দফায় দফায় বোমাবাজি চলেছে। সশস্ত্র দুষ্কৃতীরা পুলিশের সামনেই তাণ্ডব চালায় বলে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ।

সকাল ১০ টা ৪ মিনিট : টিটিগড়ে গুলিবিদ্ধ ভোটারের অবস্থা আশঙ্কাজনক।

সকাল ১০ টা ৩ মিনিট : উত্তর দমদমে সিপিএম ক্যাম্পে ভাঙচুর । আক্রান্ত সিপিএম প্রার্থী। আহত ৪। এলাকায় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ২০ জন বহিরাগতকে গ্রেফতার করা হয়েছে।

সকাল ৯ টা ৫২ মিনিট : যেন তেন প্রকারে জিততে চাইছেন মমতাজি, বাংলায় ভোটে অশান্তির খবর তো সে ইঙ্গিতই দিচ্ছে। বললেন বিজেপি নেতা শাহনওয়াজ হোসেন।

সকাল ৯ টা ৫০ মিনিট : পশ্চিমবঙ্গ ক্রমশই হিংসার রাজ্য হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে নিজের অস্বিত্ব প্রমাণে এতটাই মরিয়া যে তিনি অগণতান্ত্রিক পদ্ধতি অবলম্বনেও পিছপা নন।

সকাল ৯ টা ১৯ মিনিট : কমিশনের প্রতিনিধি বৃদ্ধার হয়ে ভোট দিয়ে দিচ্ছেন এই ছবি উঠে এল রাজপুর-সোনারপুর এর বুথে। যদিও প্রতিনিধিকে বুথের বাইরে বের করে দেওয়া হয়েছে।

সকাল ৯ টা ১৭ মিনিট : চন্দ্রকোণার ১২ নম্বর ওয়ার্ডে নিখোঁজ সিপিএম প্রার্থী। সিপিএমের অভিযোগ তাঁদের প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে।

সকাল ৯ টা ১০ মিনিট : শিলিগুড়িতে ৪৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থীর উপর হামলা। আক্রমণ শুরু হয় গতকাল রাত থেকেই।

সকাল ৯ টা ১ মিনিট : উত্তর দমদমে বুথ দখলের অভিযোগ। সাধারণ ভোটারদের বুথের কাছে যেতে না দেওয়ার অভিযোগ। ভোটারদের পাল্টা প্রতিরোধে। বিক্ষুব্ধ জনতা ইঁট পাটকেল নিয়ে তেড়ে যায় দুষ্কৃতীদের দিকে।

সকাল ৮ টা ৫১ মিনিট :

সকাল ৮ টা ৫০ মিনিট : টিটাগড়ের ৬ নম্বর ওয়ার্ডের সামনে দুষ্কৃতীদের গুলিতে আহত ১ ভোটার। বাঁ পায়ে গুলি লেগেছে তার। পুলিশ এখনও বলতে পারেনি কে বা কারা গুলি করেছে।

সকাল ৮ টা ৩০ মিনিট : কামারহাটিতে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ। অভিযুক্ত শাসক দল।

সকাল ৮ টা ২৮ মিনিট : কাটোয়ায় ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীকে গুলি করে খুন করা হল বুথের সামনেই। অভিযোগ কংগ্রেসের দিকে।

সকাল ৮ টা ১০ মিনিট : উত্তর দমদমে ২নম্বর ওয়ার্ডে সিপিএমন সদস্যকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালানোর অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে।

সকাল ৭ টা ৪০ মিনিট : কান্দির ১০ নম্বর ওয়ার্ডে ২ জন বহিরাগতকে গ্রেফতার করা হল।

সকাল ৭ টা ৩৫ মিনিট : কান্দির ১৫ নম্বরে ওয়ার্ডে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষ।

সকাল ৭ টা ২১ মিনিট : বসিরহাটের ১৮ নম্বর ওয়ার্ডে সিপিএম-এ মহিলা প্রার্থী সোনালী দাসকে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ নিতে অস্বীকার পুলিশের। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

সকাল ৭ টা ৫ মিনিট : বাঁকুড়ার সোনামুখী ৮ নম্বর ওয়ার্ড সহ মোট ৪ টি ওয়ার্ড উত্তপ্ত হল। ভোর ৫ টা থেকে তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ। হয়েছে বোমাবাজিও। শাসক দল এ অভিযোগ অস্বীকার করেছে।

সকাল ৭ টা : শুরু হল ভোটগ্রহণ।

English summary
(Live) West Bengal Civic poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X