For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুজাপুরের ঘটনার তদন্তে সিআইডি, পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত

ধর্মঘটের দিন মালদহের সুজাপুরে হিংসার ঘটনার তদন্ত করবে সিআইডি। এমনটাই জানা গিয়েছে রাজ্য পুলিশ সূত্রে।

  • |
Google Oneindia Bengali News

ধর্মঘটের দিন মালদহের সুজাপুরে হিংসার ঘটনার তদন্ত করবে সিআইডি। এমনটাই জানা গিয়েছে রাজ্য পুলিশ সূত্রে। অন্যদিকে, বুধবার সুজাপুরের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায় রাইফেল দিয়ে ভাঙা হচ্ছে পুলিশের গাড়ি। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

ধর্মঘটকে ঘিরে বুধবার অশান্ত ছিল সুজাপুর

ধর্মঘটকে ঘিরে বুধবার অশান্ত ছিল সুজাপুর

বুধবার ধর্মঘটকে ঘিরে অশান্ত হয়ে ছিল সুজাপুর। অবরোধ তুলতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। পাল্টা ধর্মঘটীরা ইট ছোড়ে বলে অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি গাড়িতে আগুন লাগানোরও অভিযোগ ওঠে ধর্মঘটীদের বিরুদ্ধে। পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রবার বুলেট চালায় বলেও অভিযোগ।
পরিস্থিতি অশান্ত হতেই মালদা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে দিকে পাঠানো হয়।

গাড়ি ভেঙেছে পুলিশ, ভিডিও দেখিয়ে দাবি করেছিলেন সেলিম

গাড়ি ভেঙেছে পুলিশ, ভিডিও দেখিয়ে দাবি করেছিলেন সেলিম

পুলিশের গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি বেশ কিছু পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ধর্মঘটীদের বিরুদ্ধে। যদিও সিপিএম নেতা সেলিমের অভিযোগ, গাড়ি ভেঙেছে পুলিশই। হামলার নেপথ্যে মমতার পুলিশ, বলেছিলেন তিনি। পরবর্তী সময়ে ছবি নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক আলোড়ন পড়ে যায়। পরে সেই ভিডিও-র সত্যতা কার্যত স্বীকার করে নেন পুলিশ সুপার।

পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত

বুধবার একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল পুলিশকর্মীরা রাইফেল দিয়ে গাড়ি ভাঙছেন।( যদিও সেই ভিডিও পরীক্ষা করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি)। এই ঘটনায় সেই সময় থিনি দায়িত্বে ছিলেন, তা কাছ থেকে জবাব দিহি করা ছাড়াও সেখানে উপস্থিত সব পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

সুজাপুরের ঘটনায় গ্রেফতার বেশ কয়েকজন

সুজাপুরের ঘটনায় গ্রেফতার বেশ কয়েকজন

বুধবার সুজাপুরের ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। রাতভর তল্লাশির পর এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আটক এখনও পর্যন্ত ৫ জন। হামলার ঘটনায় যাঁরা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
CID will investigate Sujapur incident and departmental enquiry will be done by the State Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X