For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় পৌঁছলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের লং মার্চ

রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ১২ দিনের দীর্ঘ লং মার্চের পর অবশেষে বিশাল মিছিল এসে পৌঁছলো কলকাতায়।

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ১২ দিনের দীর্ঘ লং মার্চের পর অবশেষে বিশাল মিছিল এসে পৌঁছলো কলকাতায়। রাষ্ট্রয়ত্ব শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও, ছাঁটাই রোধ করো সহ একাধিক দাবিতে শুরু হয়েছিল এই পদযাত্রা।

কলকাতায় পৌঁছলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের লং মার্চ

রাজ্যের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের আহ্বানে রাষ্ট্রায়ত্ত শিল্প বাঁচাও, কাজ ও মজুরি বাঁচাও এই দাবিতে দীর্ঘ ২৮৩ কিলোমিটার লংমার্চ শেষ হয় কলকাতায়। পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপের সামনে থেকে এই লংমার্চ শুরু হয় ১২ দিন আগে। বিভিন্ন জেলা ঘুরে বুধবার রানি রাসমনি রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বামপন্থী শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত।

শ্রমিক ও শ্রমজীবী মানুষের স্বার্থে এই দীর্ঘ পদযাত্রার আয়োজন করা হয় বলে রানি রাসমনি রোডের সভায় জানান বাম নেতারা। দক্ষিণবঙ্গে এই লংমার্চের পাশাপাশি পৃথক ভাবে উত্তরবঙ্গেও ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত লংমার্চের আয়োজন করেছিল বামপন্থী শ্রমিক সংগঠন গুলি। রানি রাসমনি রোডে এদিনের সমাবেশ থেকে এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে জোরাল ভাষায় সরব হন বাম নেতারা।

English summary
Central trade union's long march end in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X